বিজ্ঞানমনষ্ক জাতি গঠনে অধ্যাপক ডক্টর আলী আসগরের অসমাপ্ত কাজ সমাপ্ত করার আহ্বান জানিয়েছেন খেলাঘর আন্দোলনের সাবেক নেতারা। তারা প্রগতির বাতিঘর, বিজ্ঞানের রাজদূত, খেলাঘরের প্রধান উপদেষ্টা ও সাবেক চেয়ারম্যান অধ্যাপক ডক্টর আলী আসগরের প্রতি শ্রদ্ধা নিবেদন করার সময় এমন আহ্বান জানান।
জাতীয় প্রেসক্লাবের আব্দুস সালাম মিলনায়তনে খেলাঘর পরিবার আয়োজিত অনুষ্ঠানে আলী আসগরের প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি অর্পণ, সংগীত পরিবেশন ও স্মৃতিচারণ করা হয়।
খেলাঘরের সাবেক সম্পাদক নজরুল কবিরের সঞ্চালনায় স্মরণসভায় স্মৃতিচারণ করেন খেলাঘরের সাবেক সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা আব্দুল আজীজ, তাহমিন সুলতানা স্বাতী, অধ্যাপক প্রণয় সাহা, আবদুল মতিন ভূঁইয়া ও জহিরুল ইসলাম জহির। এছাড়া সভাপতিমণ্ডলির সাবেক সদস্য অধ্যাপক ডক্টর ভীষ্মদেব চৌধুরী ছাড়াও সাবেক সম্পাদকদের মধ্যে মনোয়ারা সুরুজ মনু, আব্দুল জলিল, আমিনুল হাসান লিটু, রহমান মুস্তাফিজ, আমিনুল রানা এবং বর্তমান সম্পাদকদের মধ্যে সৌমেন পোদ্দার ও অশোকেশ রায় বক্তব্য রাখেন।
ডক্টর আলী আসগরের প্রতি শ্রদ্ধা নিবেদন করে বক্তব্য রাখেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টি নেতা আহসানউল্লাহ লাভলু, বাংলাদেশ ছাত্র ইউনিয়নের সাবেক সভাপতি লুনা নূর, বাংলাদেশ যুব ইউনিয়নের সাধারণ সম্পাদক খান আসাদুজ্জামান মাসুম, বাংলাদেশ কৃষক সমিতির সাধারণ সম্পাদক মানবেন্দ্র দেব, বাংলাদেশ উদীচী শিল্পী গোষ্ঠীর কেন্দ্রীয় সম্পাদক শিল্পী ও রহমান মফিজ, বাংলাদেশ ছাত্র ইউনিয়নের সভাপতি মেহেদী হাসান নোবেল।
এছাড়া প্রবীণ রাজনীতিক পঙ্কজ ভট্টাচার্য্য করোনার কারণে শারীরিকভাবে উপস্থিত থাকতে না পারায় লিখিত বক্তব্য পাঠান। তার লিখিত বক্তব্য পাঠ করেন সম্মিলিত সামাজিক আন্দোলনের সাধারণ সম্পাদক সালেহ আহম্মেদ।
উল্লেখ্য, দেশের বিজ্ঞান আন্দোলনের পুরোধা, শিক্ষাবিদ ও বরেণ্য শিশু সংগঠক অধ্যাপক আলী আসগর ১৬ জুলাই রাজধানীর একটি হাসপাতালে মারা যান। তার বয়স হয়েছিল ৮২ বছর। তিনি স্ত্রী ও দুই ছেলে রেখে গেছেন।