মিরপুরে ট্রাফিক পুলিশের ওপর হামলা, পুলিশবক্স ভাঙচুর

নিউজ ডেস্ক: রাজধানীর মিরপুরে মিজানুর রহমান নামে এক ট্রাফিক পুলিশ সদস্যের ওপর হামলার ঘটনা ঘটেছে।

শুক্রবার সকাল সাড়ে ৮টায় মিরপুর ১০ নম্বর আদর্শ স্কুলের সামনে এ ঘটনা ঘটে।

সংশ্লিষ্টরা জানান, শুক্রবার সকালে মিরপুর ১০ নম্বর আদর্শ স্কুলের সামনে একটি ব্যাটারিচালিত রিকশা আটকিয়ে রাখেন ট্রাফিক পুলিশ মিজানুর। এ ঘটনায় ক্ষিপ্ত হয়ে ২৫-৩০ জন অটোরিকচালক একত্রিত হয়ে মিজানুরের ওপর হামলা চালান।

হামলাকারীরা ইট দিয়ে মিজানুরের মুখ থেঁতলে দিয়ে রিকশা নিয়ে পালিয়ে যান। একপর্যায়ে হামলাকারীরা মিরপুর ১০ নম্বর ট্রাফিক পুলিশবক্সে হামলা চালান।

পরে মিরপুর ১২ নম্বর, কালশী, পূরবী, সাগুফতা, মিরপুর ১ সহ কয়েকটি ট্রাফিক পুলিশবক্সে একজোট হয়ে হামলা চালান ব্যাটারিচালিত রিকশাচালকরা।

ট্রাফিক পুলিশের পল্লবী জোনের এসি ইলিয়াস হোসেন বলেন, সকালে ব্যাটারিচালিত রিকশা আটকের পর চালকরা একজোট হয়ে ট্রাকিকবক্সে হামলা চালান। তারা ৫টি ট্রাফিক পুলিশবক্স ভাঙচুর করে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন।

হামলা/এসকেএম

আরও খবর পড়তে: artnewsbd.com

আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD

https://www.youtube.com/channel/UCC2oLwZJYHIEygcbPX3OsWQ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *