২৩ ডিসেম্বর ২০২০ (আন্তর্জাতিক ডেস্ক): ভিন্ন বৈশিষ্ট্যের করোনা আতঙ্কের মধ্যেই যুক্তরাজ্যের সাথে সীমান্ত খুলে দেয়ার ঘোষণা দিয়েছে ফ্রান্স।
যুক্তরাজ্যের সাথে সবধরনের যোগাযোগ বিচ্ছিন্নের ৪৮ ঘণ্টার মধ্যেই বুধবার থেকে ফের যোগাযোগ চালু হচ্ছে। খবর: ফ্রান্স২৪।
বিবিসি জানিয়েছে, ফরাসি নাগরিক, ফ্রান্সে বসবাসরত ব্রিটিশ নাগরিক ও পরিবহন শ্রমিকরা আবারও ফ্রান্সে প্রবেশ করতে পারবেন। তবে এর জন্য তাদের সাম্প্রতিক করোনা টেস্টের ফলাফল অবশ্যই নেগেটিভ থাকতে হবে।
যুক্তরাজ্যে অতিসংক্রামক করোনার নতুন ধরন শনাক্তের পর গত রোববার দেশটির বেশ কিছু অঞ্চলে চার স্তরের লকডাউন ঘোষণা করে ব্রিটিশ সরকার। এর পরপরই তাদের জন্য সীমান্ত বন্ধ করে দেয় বেশ কিছু দেশ। এর মধ্যে ছিল প্রতিবেশী ফ্রান্সও। ফলে সীমান্তে আটকা পড়ে কয়েক শত শত লরি।
নতুন সমঝোতা অনুসারে, যুক্তরাজ্য-ফ্রান্সের মধ্যে জরুরি ভ্রমণকারীদের সীমান্ত পারাপারের আগের ৭২ ঘণ্টার মধ্যে করানো করোনা টেস্টের ফলাফল নেগেটিভ আসতে হবে।
ফ্রান্সের পাশাপাশি নেদারল্যান্ডস এবং বেলজিয়ামও যুক্তরাজ্য থেকে আগতদের জন্য ভ্রমণ নিষেধাজ্ঞা শিথিল করেছে। তবে ইতালি, ভারত, পাকিস্তানসহ এখনও অর্ধশতাধিক দেশের সাথে ব্রিটিশদের যোগাযোগ বন্ধই রয়েছে।
যুক্তরাজ্য/এসকেএম