রাজনৈতিক দলগুলোকে ইভিএম যাচাইয়ের আমন্ত্রণ

0
128

১৮ জুন ২০২২ (নিউজ ডেস্ক): রাজনৈতিক দলগুলোকে আমন্ত্রণ জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। তাদের ইলেকট্রনিক ভোটিং মেশিনের (ইভিএম) কারিগরি দিক যাচাই ও পরিচালনা প্রদর্শন করার পাশাপাশি আলোচনা করবে ইসি।

শনিবার নির্বাচন কমিশন সচিবালয়ের যুগ্ম সচিব (পরিচালক, জনসংযোগ) এসএম আসাদুজ্জামান এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, নির্বাচন কমিশন দেশের ৩৯টি নিবন্ধিত রাজনৈতিক দলকে আমন্ত্রণ জানিয়েছে। রাজনৈতিক দলকে তিনটি ভাগে বিভক্ত করে তাদের ইভিএমের কারিগরি দিক যাচাইর সুযোগ দেয়া হবে।

আগামীকাল ১৯ জুন, ২১ জুন ও ২৮ জুন দেশের নিবন্ধিত রাজনৈতিক দলগুলোর সাথে ইভিএম’র কারিগরি ও পরিচালনা বিষয়ক প্রদর্শনীর আয়োজন করা হবে। প্রতিদিন ১৩টি করে নিবন্ধিত রাজনৈতিক দলকে আমন্ত্রণ জানানো হয়েছে। প্রত্যেক দলের ৪ জন করে প্রতিনিধি অংশ নিতে পারবেন।

ইসি/এসকেএম

আরও খবর পড়তে: artnewsbd.com

আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD

https://www.youtube.com/channel/UCC2oLwZJYHIEygcbPX3OsWQ