৭ অক্টোবর ২০২১ (নিউজ ডেস্ক): ভারতের পশ্চিবঙ্গের উপনির্বাচনে জয়ী হয়ে বিধায়ক হিসেবে শপথ নিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়।
বৃহস্পতিবার তৃণমূল কংগ্রেস নেত্রী মমতাকে শপথবাক্য পাঠ করান রাজ্যপাল জগদীপ ধনখড়। খবর: আনন্দবাজার পত্রিকা।
মুখ্যমন্ত্রী পদে আগেই শপথ নিয়েছিলেন মমতা। ভবানীপুর উপনির্বাচনে জেতার পর এবার বিধায়ক হিসেবেও শপথ নিলেন তিনি।
মমতার পরে জঙ্গিপুরের বিধায়ক পদে জাকির হোসেন ও মুর্শিদাবাদের বিধায়ক আমিরুল ইসলাম শপথ নেন।
মমতার শপথগ্রহণ অনুষ্ঠানে বিজপির কোনও বিধায়ক উপস্থিত ছিলেন না।
মমতা বন্দ্যোপাধ্যায়/এসকেএম
আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: