আরও ৪ নেতাকে বহিষ্কার করল বিএনপি

0
15

নিউজ ডেস্ক: দলীয় সিদ্ধান্ত অমান্য করে উপজেলা নির্বাচনে অংশগ্রহণ করায় প্রাথমিক সদস্য পদসহ সব পর্যায়ের পদ থেকে আরও ৪ নেতাকে বহিষ্কার করেছে বিএনপি। প্রথম ধাপে উপজেলা পরিষদ নির্বাচনে প্রার্থী হয়েছেন তারা। এ নিয়ে উপজেলা নির্বাচনের প্রথম ধাপে অংশগ্রহণকে কেন্দ্র করে তৃণমূলের ৮০ নেতাকে বহিষ্কার করলো বিএনপি।

মঙ্গলবার দলের কেন্দ্রীয় দপ্তর বিভাগ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে একথা জানানো হয়।

এতে বলা হয়, ঢাকা জেলাধীন কেরানীগঞ্জ মডেল থানা বিএনপির সহ-সভাপতি মোসাম্মদ সাবিরা বেগম, সুনামগঞ্জ জেলাধীন শাল্লা কেরানীগঞ্জ মডেল থানা বিএনপির যুগ্ম সম্পাদক হাজিরুল ইসলাম আজহার স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আব্দুল মজিদ এবং যুবদলের সদস্য সাইফুর রহমানকে উপজেলা পরিষদ চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করায় দলীয় গঠনতন্ত্র মোতাবেক জাতীয়তাবাদী দল- বিএনপির প্রথমিক সদস্য পদসহ সব পয়ায়ের পদ থেকে বহিষ্কার করা হলো।

এর আগে গত ২৬ এপ্রিল দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদের সই করা সংবাদ বিজ্ঞপ্তিতে তৃণমূলের ৭৩ নেতাকে বহিষ্কার করা হয়। একসাথে তৃণমূলের এত নেতাকে বহিষ্কারের ঘটনা বিএনপিতে এটিই প্রথম। এর পরদিন ২৭ এপ্রিল আরও ৩ জনকে বহিষ্কার করে দলটি।

বিএনপি/এমএএম

আরও খবর পড়তে: artnewsbd.com

আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD

https://www.youtube.com/channel/UCC2oLwZJYHIEygcbPX3OsWQ