উহানে ডব্লিউএইচও’র সরেজমিন তদন্ত

0
305

২৯ জানুয়ারি ২০২১ (আন্তর্জাতিক ডেস্ক): করোনা ভাইরাস ছড়িয়ে পড়ার উৎস তদন্তের জন্য উহানের ফুড মার্কেট সাইট পরিদর্শনের সময় বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) বিশেষজ্ঞদল শুক্রবার চীনা কর্মকর্তাদের সাথে সাক্ষাৎ করেছে।

করোনা ছড়িয়ে পড়ার এক বছর পর ভাইরাসটির উৎস তদন্তের সুযোগ এবং জোরালো তথ্য প্রমাণের ব্যাপারে শঙ্কা এবং বিলম্বের কারণে তদন্ত ঝুলে পড়ার পর আজ বিকালে বিশেষজ্ঞদলের সরেজমিন ঘটনাস্থল পরিদর্শনের পরিকল্পনা রয়েছে।

তদন্তকারীরা হাসপাতালগুলো পরিদর্শনের পাশাপাশি বিজ্ঞানীদের সাথে বৈঠক করবেন। ভাইরাসটির ব্যাপারে প্রথম বক্তব্যদানকারী এবং প্রথম দিকে আক্রান্ত ব্যক্তিদের সাথে কথা বলবেন।

ডব্লিউএইচও বৃহস্পতিবার এক টুইটে বলেছে, জরুরিভাবে ভাইরাসের সাথে সম্পর্কিত উহান ইনস্টিটিউট অব ভাইরোলজি, হুয়ানান মার্কেট, উহান সিডিসি ল্যাবরেটরি সরেজমিন পরিদর্শনের অন্তর্ভুক্ত থাকবে।

করোনা সংক্রমনের পর হুয়ানান মার্কেট বন্ধ হয়ে যায়, এখান থেকেই প্রথম মহামারি ক্লাস্টার আকারে ছড়িয়ে পড়ে।

করোনা ভাইরাস/এসকেএম