ডক্টর ইউনূসকে হয়রানি করছে না সরকার

0
83

নিউজ ডেস্ক: বাংলাদেশ সরকার রাজনৈতিক বা অন্য কোনও কারণে শান্তিতে নোবেল বিজয়ী অধ্যাপক ডক্টর মুহাম্মদ ইউনূসকে হয়রানি করছে না। এমনটাই বলেছেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর একে আব্দুল মোমেন।

বৃহস্পতিবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে এক ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, তারা (যারা চিঠি লিখেছেন) ভাবতে পারেন যে তিনি (ইউনূস) রাজনৈতিক বা অন্য কারণে হয়রানির শিকার হচ্ছেন। আমরা আশা করি, তারা ঘটনাটি জানতে পারবেন। তারা জানতে চাইলে আমরা এ ব্যাপারে জানাবো।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, সরকার ডক্টর ইউনূসের বিরুদ্ধে কোনও মামলা করেনি। বরং তিনি শ্রমিকদের সাথে প্রতারণা ও কর ফাঁকির অভিযোগে আইনি প্রক্রিয়ার মুখোমুখি হচ্ছেন।

তিনি বলেন, আমরা তাকে একজন মহান নোবেল বিজয়ী হিসেবে সম্মান করি, কারণ তিনি আমাদের জন্য সম্মান বয়ে এনেছেন।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, তিনি এ বিষয়ে কোনও মন্তব্য করতে চান না কারণ এটি আদালতের বিষয়। তিনি আরও বলেন, এটা আদালতের সিদ্ধান্ত এবং এতে সরকারের কিছু করার নেই।

মোমেন বলেন, তিনি বিশ্বাস করেন, ডক্টর ইউনূসের পক্ষে যারা চিঠি লিখেছেন তাদের জানার সাথে প্রকৃত ঘটনার ফাঁক রয়েছে।

উল্লেখ্য, বাংলাদেশের একমাত্র নোবেল বিজয়ী অধ্যাপক মুহাম্মদ ইউনূসের নিরাপত্তা ও সুস্থতা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করে সম্প্রতি ১০০ জনের বেশি নোবেল বিজয়ীসহ ১৬০ জনেরও বেশি বিশ্ব নেতা প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে একটি খোলা চিঠি লিখেছেন।

পররাষ্ট্রমন্ত্রী/এমএএম

আরও খবর পড়তে: artnewsbd.com

আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD

https://www.youtube.com/channel/UCC2oLwZJYHIEygcbPX3OsWQ