দক্ষিণ এশিয়ার পরিস্থিতি খারাপ হচ্ছে

0
415

করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘন্টায় বিশ্বজুড়ে মারা গেছেন ২ হাজার ১৬৯ জন। এই সময়ের মধ্যে আক্রান্ত হয়েছেন ৫৫ হাজার ৮৫৭ জন।

সোমবার ওয়ার্ল্ডোমিটার জানিয়েছে, এ পর্যন্ত মরণঘাতি করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন ৪২ লাখ ৩৪ হাজার ৪ জন। মোট মারা গেছেন ২ লাখ ৮৫ হাজার ৯০৩ জন। এছাড়া সুস্থ হয়েছেন ১৫ লাখ ১৮ হাজার ৪০৬ জন।

গত ২৪ ঘন্টায় যুক্তরাষ্ট্রে নতুন করে আক্রান্ত হয়েছেন ৯ হাজার ২১১ জন। যুক্তরাষ্ট্রে শেষ ২৪ ঘন্টায় মারা গেছেন ৩৯৫ জন। এই পর্যন্ত দেশটিতে মোট আক্রান্ত হয়েছেন ১৩ লাখ ৭৬ হাজার ৮৪৯ জন। এ পর্যন্ত মারা গেছেন ৮১ হাজার ১৮২ জন। সুস্থ হয়েছেন ২ লাখ ৫৮ হাজার ৪১৯ জন।

স্পেনে মোট আক্রান্তের সংখ্যা ২ লাখ ৬৮ হাজার ১৪৩ জন। মোট মৃতের সংখ্যা ২৬ হাজার ৭৪৪ জন। সুস্থ হয়েছেন ১ লাখ ৭৭ হাজার ৮৪৬ জন। গত ২৪ ঘন্টায় মারা গেছেন ১২৩ জন।

গত ২৪ ঘন্টায় যুক্তরাজ্যে নতুন করে আক্রান্ত হয়েছেন ৩ হাজার ৮৭৭ জন। এ সময়ের মধ্যে মারা গেছেন ২১০ জন। ইউরোপের দেশটিতে এ পর্যন্ত আক্রান্ত হয়েছেন ২ লাখ ২৩ হাজার ৬০ জন। মারা গেছেন ৩২ হাজার ৬৫ জন।

মরণঘাতি এই ভাইরাসে ইতালিতে এই পর্যন্ত আক্রান্ত হয়েছেন ২ লাখ ১৯ হাজার ৮১৪ জন। মারা গেছেন ৩০ হাজার ৭৩৯ জন। এর মধ্যে গত ২৪ ঘন্টায় মারা গেছেন ১৭৯ জন। নতুন করে আক্রান্ত হয়েছেন ৭৪৪ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ১ লাখ ৬ হাজার ৫৮৭ জন।

ইউরোপে যুক্তরাজ্য, ইতালি, স্পেন, জার্মানি ও ফ্রান্সের পর করোনা ভাইরাসের মারাত্মক সংক্রমণ ঘটছে রাশিয়ায়। পূর্ব ইউরোপের দেশটিতে গত ২৪ ঘন্টায় আক্রান্ত হয়েছেন ১১ হাজার ৬৫৬ জন। গেল ২৪ ঘন্টায় দেশটিতে মারা গেছেন ৯৪ জন। সেখানে মোট আক্রান্তের সংখ্যা ২ লাখ ২১ হাজার ৩৪৪ জন। এ পর্যন্ত মারা গেছেন ২ হাজার ৯ জন। সুস্থ হয়েছেন ৩৯ হাজার ৮০১ জন।

ফ্রান্সে গত ২৪ ঘন্টায় আক্রান্ত হয়েছেন ৪৫৩ জন। মারা গেছেন ২৬৩ জন। দেশটিতে এ পর্যন্ত আক্রান্ত হয়েছেন ১ লাখ ৭৭ হাজার ৪২৩ জন। এ পর্যন্ত মারা গেছেন ২৬ হাজার ৬৪৩ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ৫৬ হাজার ৭২৪ জন।

গত ২৪ ঘন্টায় জার্মানিতে আক্রান্ত হয়েছে ৪১৬ জন। গেল ২৪ ঘন্টায় দেশটিতে মারা গেছেন ৪২ জন। সেখানে মোট আক্রান্তের সংখ্যা ১ লাখ ৭২ হাজার ২৯৫ জন। এ পর্যন্ত মারা গেছেন ৭ হাজার ৬১১ জন। সুস্থ হয়েছেন ১ লাখ ৪৫ হাজার ৬০০ জন।

লাতিন আমেরিকার ব্রাজিলে গত ২৪ ঘন্টায় আক্রান্ত হয়েছেন ৮১১ জন। এ পর্যন্ত আক্রান্ত হয়েছেন ১ লাখ ৬৩ হাজার ৫১০ জন। সেখানে গত ২৪ ঘন্টায় মারা গেছেন ৮৪ জন। দেশটিতে মোট মারা গেছেন ১১ হাজার ২০৭ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ৬৪ হাজার ৯৫৭ জন।

করোনা ভাইরাসের আতুর ঘর চীনে গত কয়েকদিনের মতই গত ২৪ ঘন্টাও সেখানে কেউ মারা যাননি। নতুন করে আক্রান্ত হয়েছেন ১৭ জন। দেশটিতে এই নিয়ে মোট আক্রান্ত হয়েছেন ৮২ হাজার ৯১৮ জন এবং এ পর্যন্ত মারা গেলেন ৪ হাজার ৬৩৩ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ৭৮ হাজার ১৪৪ জন।

এদিকে, গত ২৪ ঘন্টায় বাংলাদেশে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন আরও ১১ জন। এ পর্যন্ত মারা গেছেন ২৩৯ জন। বাংলাদেশে গত ২৪ ঘন্টায় করোনায় আক্রান্ত রোগী শনাক্ত হয়েছেন আরও ১ হাজার ৩৪ জন। বর্তমানে এই ভাইরাসে আক্রান্ত ১৫ হাজার ৬৯১ জন। গত এ পর্যন্ত সুস্থ হয়েছেন ২ হাজার ৯০২ জন।

এছাড়াও গত ২৪ ঘন্টায় কানাডায় ১২২ জন (মোট ৪ হাজার ৯৯২), মেক্সিকোতে ১১২ জন (মোট ৩ হাজার ৪৬৫), ভারতে ৮২ জন (মোট ২ হাজার ২৯৪), তুরস্কে ৫৫ জন (মোট ৩ হাজার ৮৪১), বেলজিয়ামে ৫১ জন (মোট ৮ হাজার ৭০৭), ইরানে ৪৫ জন (মোট ৬ হাজার ৬৮৫), সুইডেনে ৩১ জন (মোট ৩ হাজার ২৫৬), রোমানিয়ায় ২১ জন (মোট ৯৮২), ইন্দোনেশিয়ায় ১৮ জন (মোট ৯৯১), ইউক্রেনে ১৭ জন (মোট ৪০৮), নেদারল্যান্ডসে ১৬ জন (মোট ৫ হাজার ৪৫৬), স্যুইজারল্যান্ডে ১২ জন (মোট ১ হাজার ৮৪৫), দক্ষিণ আফ্রিকায় ১২ জন (মোট ২০৬), পোল্যান্ডে ১১ জন (মোট ৮১১), পর্তুগালে ৯ জন (মোট ১ হাজার ১৪৪), আয়ারল্যান্ডে ৯ জন (মোট ১ হাজার ৪৬৭), সৌদি আরবে ৯ জন (মোট ২৫৫), হাঙ্গেরিতে ৮ জন (মোট ৪২১), মিশরে ৮ জন (মোট ৫৩৩), পাকিস্তানে ৮ জন (মোট ৬৬৭), ফিলিপাইনে ৭ জন (মোট ৭২৬), ইসরাইলে ৬ জন (মোট ২৫৮ জন), আলজেরিয়ায় ৫ জন (মোট ৫০৭), ডেনমার্কে ৪ জন (মোট ৫৩৩), আফগানিস্তানে ২ জন (মোট ১২২) এবং  অস্ট্রিয়ায় ২ জন (মোট ৬২০) মারা গেছেন।

অন্যদিকে, গত ২৪ ঘন্টায় ইকুয়েডর (মোট ২ হাজার ১২৭), পেরু (মোট ১ হাজার ৮৮৯ জন), জাপান (মোট ৬২৪ জন), কলম্বিয়া (মোট ৪৬৩ জন), আর্জেন্টিনা (মোট ৩০৫ জন), দক্ষিণ কোরিয়া (মোট ২৫৬), মরক্কো (মোট ১৮৮), গ্রিস (মোট ১৫১) এবং অস্ট্রেলিয়ায় (মোট ৯৭) কেউ মারা যাননি।

https://www.worldometers.info/coronavirus/