নৌকাডুবিতে ব্যাপক প্রাণহানি

0
321

১৭ এপ্রিল ২০২১ (আন্তর্জাতিক ডেস্ক, আফ্রিকা): ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইতালি যাওয়ার সময় তিউনিসিয়া উপকূলে নৌকাডুবিতে ৪১ অভিবাসনপ্রত্যাশীর প্রাণহানি ঘটেছে।

শুক্রবার জাতিসংঘের শরণার্থী সংস্থা (ইউএনএইচসিআর) ও আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম) এক যৌথ বিবৃতিতে এ খবর জানিয়েছেন।

খবরে জানা যায়, তিউনিসিয়ার সিদি মানসুর উপকূলে একটি নৌকাডুবির ঘটনা ঘটেছে। এতে এক শিশুসহ ৪১ জনের মৃত্যু হয়েছে। মৃতদেহগুলো উদ্ধার করা হয়েছে।

শুক্রবার পর্যন্ত উদ্ধার কার্যক্রম চালানো হয়। তিউনিসিয়ার ন্যাশনাল কোস্টগার্ড তিনজনকে জীবিত উদ্ধার করেছে। প্রাথমিক তথ্যানুসারে জানা যাচ্ছে অভিবাসন প্রত্যাশীরা সাব সাহারার আফ্রিকার বাসিন্দা।

তিউনিসিয়ার নাগরিক সুরক্ষা সেবার পরিচালক মুরাদ মেছরি বার্তা সংস্থা রয়টার্সেকে বলেন, বৃহস্পতিবার দিন শেষে দেশটির দক্ষিন-পুব শহর এসফেক্স থেকে নৌকাটি যাত্রা করেছিল।

গত মাসে এসফেক্স উপকূলে একই ধরনের নৌকাডুবিতে ৩৯ শরণার্থী ও অভিবাসনপ্রত্যাশী মারা যান। গত বছরের জুন মাসে আরেক নৌকাডুবিতে মৃত্যু হয়েছিল ৬০ জনের।

২০১৪ সাল থেকে সমুদ্রপথে আফ্রিকা অঞ্চল থেকে ইউরোপে পাড়ি দিতে গিয়ে ২০ হাজারের বেশি মানুষের প্রাণহানি ঘটেছে। আইওএম সূত্রে জানা যায়, এ বছর ভূমধ্যসাগরে নৌকাডুবিতে মারা গেছেন অন্তত ৪০৬জন।

আফ্রিকা/এসকেএম