ভর্তিচ্ছুদের পাশে ছাত্র সংগঠন

0
618

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) অধিভুক্ত সরকারি সাত কলেজে ২০১৯-২০ শিক্ষাবর্ষ স্নাতক (সম্মান) প্রথম বর্ষ বাণিজ্য ইউনিটের ভর্তি পরীক্ষা সম্পন্ন হয়েছে।

আজ শুক্রবার সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত মোট ৯টি কেন্দ্রে সাত কলেজের ‘সি’ (বাণিজ্য) ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। কেন্দ্রগুলো হলো- কবি নজরুল কলেজ, বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ, ঢাকা কলেজ, সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ, ইডেন মহিলা কলেজ, গার্হস্থ্য অর্থনীতি কলেজ, ইউনিভার্সিটি ল্যাবরেটরি স্কুল ও কলেজ, গভর্ণমেন্ট ল্যাবরেটরি হাই স্কুল ও নীলক্ষেত হাই স্কুল।

পরীক্ষার দিন সুপেয় পানি, চিকিৎসা সেবা, অভিভাবকদের বসার ব্যবস্থা, কলম বিতরণসহ নানা প্রকার তথ্য প্রদানে সহায়তা করেছে কলেজ শাখা ছাত্রলীগ, বাংলাদেশ ছাত্র ইউনিয়ন ও অন্যান্য ছাত্র সংগঠনের নেতা-কর্মীরা। এছাড়াও কাজ করেছেন কলেজ বিএনসিসি ও বাংলাদেশ সাধারণ ছাত্র সংরক্ষণ পরিষদ।