মার্কেটে বিদ্যুতের তার ছিঁড়ে ব্যাপক প্রাণহানি

0
198

২ ফেব্রুয়ারি ২০২২ (আন্তর্জাতিক ডেস্ক): আফ্রিকার দেশে ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গোতে একটি মার্কেটের ওপর হাই ভোল্টেজের বিদ্যুতের তার ছিঁড়ে অন্তত ২৬ জনের মৃত্যু হয়েছে।

বুধবার দেশটির রাজধানী কিনশাসার একটি বাজারে এই দুর্ঘটনা ঘটে বলে বিবিসি এক প্রতিবেদনে জানিয়েছে।

পুলিশ জানায়, রাজধানী কিনশাসার একটি বাজারে হাই ভোল্টেজের বিদ্যুতের তার ছিঁড়ে পড়ায় বিদ্যুতায়িত হয়ে আশেপাশের বাড়ি ও বাজার করতে আসা অন্তত ২৬ জনের মৃত্যু হয়।

নিহতদের বেশিরভাগই ওই মার্কেটের নারী ব্যবসায়ী বলে স্থানীয় গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে।

কিনশাসা প্রাদেশিক সরকারের মুখপাত্র চার্লস এমবুতামুন্টু বার্তা সংস্থা এএফপিকে বলেছেন, সেদিন সকালে বৃষ্টি হয়ে মার্কেটে পানি জমে গিয়েছিল। তারটি ছিঁড়ে ওই জমে থাকা পানির মধ্যে পড়ে যায়।

ময়নাতদন্তের জন্য লাশগুলোকে মর্গে পাঠানো হয়েছে এবং এই ঘটনায় তদন্ত শুরু হয়েছে বলে জানিয়েছে চার্লস এমবুতামুন্টু।

কঙ্গো/এসকেএম

http://www.artnewsbd.com

আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে:

https://www.youtube.com/channel/UCC2oLwZJYHIEygcbPX3OsWQ