শিক্ষার্থীদের দেয়া হলো শীতের কাপড়

0
424

০২ জানুয়ারি ২০২০ (নিউজ ডেস্ক): বঙ্গবন্ধু শিশু কল্যাণ কেন্দ্রের উদ্যোগে অধিকার বঞ্চিত শিক্ষার্থীদের শীতবস্ত্র দেয়া হয়েছে।

শনিবার সকালে রাজধানীর মতিঝিলে ওয়াক্ফা মাদরাসা প্রাঙ্গণে এ শীত বস্ত্র বিতরণ করা হয়।

অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি অ্যাডভোকেট শামসুল হক টুকু।

প্রধান অথিতির বক্তব্যে তিনি বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আজীবন মানবতার কল্যাণে কাজ করেছেন। অসহায় মানুষকে সহায়তা করা সবার নৈতিক দায়িত্ব। বঙ্গবন্ধু সবসময় অধিকার বঞ্চিত, অসহায়, নির্যাতিত মানুষের জন্যে কাজ করেছেন। তিনি বিশ্ব মানবতার নেতা হিসেবে ইতোমধ্যেই স্বীকৃতি পেয়েছেন। মানুষের জন্যে সেবামূলক কাজ করা বঙ্গবন্ধুর আদর্শের অংশ। তিনি সবাইকে সমাজের উন্নয়নে ও মানবকল্যাণে কাজ করার আহ্বান জানান।

বঙ্গবন্ধু শিশু কল্যাণ কেন্দ্রের সভাপতি মোহাম্মদ মুশফিকুর রহমান মিন্টুর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বঙ্গবন্ধু গবেষণা পরিষদের সভাপতি লায়ন মোহাম্মদ গনি মিয়া বাবুল।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন স্বাধীনতা চিকিৎসক পরিষদের যুগ্ম মহাসচিব ডাক্তার উত্তম কুমার বড়ুয়া, ঢাকা মিডিয়া ক্লাবের সভাপতি অভি চৌধুরী, ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাংস্কৃতিক সম্পাদক আব্দুল মতিন ভূঁইয়া ও কাজী আরেফ ফাউন্ডেশনের সভাপতি কাজী মাসুদ আহমেদ।

শীতবস্ত্র/এসকেএম/আরএম