শিক্ষা প্রতিষ্ঠান খোলা নিয়ে শিগগিরই সিদ্ধান্ত

0
340

২৩ আগস্ট ২০২১ (নিউজ ডেস্ক): শিগগিরই শিক্ষা প্রতিষ্ঠান খুলে দিতে শিক্ষা মন্ত্রণালয় উদ্যোগ নিয়েছে। এমনটাই জানালেন মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম। তিনি জানান, কিভাবে, কত তাড়াতাড়ি সম্ভব শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেয়া হবে সে বিষয়ে শিক্ষা মন্ত্রণালয় আনুষ্ঠানিকভাবে জানিয়ে দিবে।

সোমবার মন্ত্রিসভার বৈঠক শেষে অনুষ্ঠিত ব্রিফিংয়ে তিনি গণমাধ্যমকে এসব কথা বলেন। এর আগে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি গণভবন থেকে সভায় ভার্চ্যুয়ালি যুক্ত হন। অন্যান্য মন্ত্রী ও প্রতিমন্ত্রীরা সচিবালয় থেকে যুক্ত হন।

শিক্ষা প্রতিষ্ঠান খোলার বিষয়ে আজও শিক্ষা মন্ত্রণালয়ের সাথে কথা হয়েছে বলে তিনি জানান।

আরও পড়ুন: টিকা দিয়েই ধাপে ধাপে শিক্ষা প্রতিষ্ঠান খুলতে হবে

উল্লেখ্য, গেল বছর ৮ মার্চ দেশে প্রথম করোনা ভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়। এর প্রেক্ষিতে ১৭ মার্চ থেকে সারাদেশের সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হয়।

শিক্ষা প্রতিষ্ঠান/কিউটি/আরএম

http://artnewsbd.com

আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে:

https://www.youtube.com/channel/UCC2oLwZJYHIEygcbPX3OsWQ