ইলিশ রক্ষার অভিযানে ইউএনওর ওপর হামলা

0
261

৮ অক্টোবর ২০২১ (নিউজ ডেস্ক, বরিশাল): বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলায় মা ইলিশ রক্ষার অভিযানে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) স্পিডবোটে হামলা চালিয়েছে জেলেরা। এ ঘটনায় দুই আনসার সদস্য আহত হয়েছেন। নদীতে তলিয়ে হারিয়ে গেছে একটি শটগান।

শুক্রবার সকাল সোয়া ১০টার দিকে উপজেলা দড়িরচর খাজুরিয়া ইউনিয়নের সিকদারবাড়ি ঘাটসংলগ্ন গজারিয়া নদীতে এ ঘটনা ঘটে।

জানা যায়, ইউএনওর নেতৃত্বে ওই এলাকায় স্পিডবোট নিয়ে অভিযান চালাচ্ছিলেন প্রশাসন। এসময় বেশকয়েকজন জেলে একটি শক্তিশালী ইঞ্জিনচালিত ট্রলার নিয়ে ইউএনওর নৌযানে সজোরে ধাক্কা দিয়ে ডুবিয়ে দেয়ার চেষ্টা চালায়। এতে স্পিডবোটে থাকা দুই আনসার সদস্য মোহাম্মদ ইব্রাহিম ও মোহাম্মদ তুহিন আঘাত পেয়ে নদীতে পড়ে যান। তাদের উদ্ধার করা হলে একজনের শটগান নদীতে তলিয়ে যায়। আহতদের প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে। আগ্নেয়াস্ত্র উদ্ধারে নদীতে তল্লাশি শুরু করেছেন বরিশাল রিভার ফায়ার সার্ভিস স্টেশনের ডুবুরিরা।

মেহেন্দিগঞ্জের উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ শাহাদাত হোসেন মাসুদ এ ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

অপরাধ/এসকেএম

http://artnewsbd.com

আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে:

https://www.youtube.com/channel/UCC2oLwZJYHIEygcbPX3OsWQ