চিরনিদ্রায় সাংবাদিক লায়েকুজ্জামান

0
44

নিউজ ডেস্ক: সাংবাদিক লায়েকুজ্জামান মারা গেছেন। তিনি জাতীয় প্রেস ক্লাবের স্থায়ী সদস্য ও দৈনিক রূপালী বাংলাদেশ পত্রিকার বিশেষ প্রতিনিধি ছিলেন।
শনিবার (১৭ ফেব্রুয়ারি) সন্ধ্যায় রাজধানীর জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
রোববার (১৮ ফেব্রুয়ারি) সকাল ১১টায় জাতীয় প্রেস ক্লাব প্রাঙ্গণে মরহুমের জানাজা অনুষ্ঠিত হবে। জানাজা শেষে পৈতৃক বাড়ি ফরিদপুরের নগরকান্দায় পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে।
রূপালী বাংলাদেশ পত্রিকার সিনিয়র রিপোর্টার এস আর সুমন জানান, অফিসে কর্মরত অবস্থায় লায়েকুজ্জামান বুকে ব্যথা অনুভব করেন। সহকর্মীরা তাকে দ্রুত হৃদরোগ ইনস্টিটিউটে নিয়ে যান। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
তার মৃত্যুতে জাতীয় প্রেস ক্লাব সভাপতি ফরিদা ইয়াসমিন ও সাধারণ সম্পাদক শ্যামল দত্ত গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন। এক শোক বার্তায় নেতৃবৃন্দ মরহুমের রুহের মাগফেরাত কামনা করেন এবং তার শোকাহত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।
লায়েকুজ্জামানের জন্ম ১৯৬৪ সালে ফরিদপুরের নগরকান্দায়। তিনি দৈনিক কালের কণ্ঠ, মানবজমিন, সকালের খবর, দিন দর্পণসহ বিভিন্ন গণমাধ্যমে কর্মরত ছিলেন।
শোক/এএমএম/টিটি