নাফ নদ দিয়ে বাংলাদেশে ঢুকল মিয়ানমারের ১৩ বিজিপি সদস্য

0
19

নিউজ ডেস্ক: কক্সবাজারের টেকনাফের নাইট্যংপাড়া সীমান্ত দিয়ে আবারও মিয়ানমারের ১৩ বিজিপি সদস্য বাংলাদেশে আশ্রয় নিয়েছেন। তাদের বিজিবি হেফাজতে রাখা হয়েছে বলে জানা গেছে।

বৃহস্পতিবার রাতে টেকনাফের নাফ নদ হয়ে বাংলাদেশে অনুপ্রবেশ করে কোস্টগার্ডের কাছে আত্নসমর্পণ করেন তারা। পরে ওই বিজিপি সদস্যদের নিরস্ত্র করে বিজিবির কাছে হস্তান্তর করা হয়।

বিজিবি সদর দপ্তরের জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ শরিফুল ইসলাম গণমাধ্যমকে জানান, নাফ নদ সীমান্ত অতিক্রম করে তারা বাংলাদেশে অনুপ্রবেশ করেন। এ সময় তারা কোস্টগার্ডের কাছে আত্মসমর্পণ করেন। পরে কোস্টগার্ড বিজিপি সদস্যদের নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়নের (১১ বিজিবি) নিকট হস্তান্তর করেন।

উল্লেখ্য, ১ম ধাপে আগত প্রায় ৩শ বিজিপি সদস্যকে মিয়ানমারে ফেরত পাঠানোর পর ২য় ধাপে বিভিন্ন সীমান্ত এলাকা দিয়ে খণ্ড খণ্ড করে ২৭৪ জন বিজিপি ও সেনাসদস্য বাংলাদেশে প্রাণ বাঁচাতে আশ্রয় গ্রহণ করেছেন।

মিয়ানমার/এমএএম

আরও খবর পড়তে: artnewsbd.com

আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD

https://www.youtube.com/channel/UCC2oLwZJYHIEygcbPX3OsWQ