ফের ইসরাইলে ক্ষেপণাস্ত্র হামলা

0
14

আন্তর্জাতিক ডেস্ক: ইসরাইলের ওপর ইরানের নজিরবিহীন হামলার তিনদিন পর এবার লেবানন থেকে ইহুদিবাদী দেশটিকে লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছে। ইসরায়েলের উত্তরাঞ্চলকে লক্ষ্য করে অন্তত ছয়টি ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছ।

বুধবার লেবাননের দক্ষিণাঞ্চল থেকে এ ক্ষেপণাস্ত্র ছোড়া হয় বলে জানিয়েছে আল জাজিরা।

খবরে বলা হয়, হামলার ঘটনায় ইসরাইলের উত্তরাঞ্চলে বিমান হামলার সাইরেন বেজে উঠে। এর আগে গত ১৩ এপ্রিল ইরানের বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) ইসরায়েলি ভূখণ্ড লক্ষ্য করে তিন শতাধিক ড্রোন ও ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে।

তার আগে পয়লা এপ্রিল সিরিয়ার রাজধানী দামেস্কে ইরানের কনস্যুলেট ভবনে হামলা চালায় ইসরায়েল। এই হামলায় ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর অভিজাত শাখা কুদস ফোর্সের জ্যেষ্ঠ কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ রেজা জাহেদিসহ কয়েকজন সামরিক কর্মকর্তা নিহত হন। এর জেরে ইসরাইলের মূল ভূখণ্ডে নজিরবিহীন হামলা চালায় তেহরান।

যুদ্ধ/এমএএম

আরও খবর পড়তে: artnewsbd.com

আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD

https://www.youtube.com/channel/UCC2oLwZJYHIEygcbPX3OsWQ