মহিষের আক্রমণে নারীর মৃত্যু

0
119

নিউজ ডেস্ক: টাঙ্গাইলের দেলদুয়ারে পাগলা মহিষের আক্রমণে হাজেরা বেগম নামে এক নারী মারা গেছেন। এ ঘটনায় অন্তত ২০ জন আহত হয়েছেন।

রোববার উপজেলার লাউহাটী ইউনিয়নের তারাটিয়া গ্রামে এ ঘটনা ঘটে। হাজেরা বেগম ওই গ্রামের মোহাম্মদ আজগর আলীর স্ত্রী।

আহতদের ঢাকাসহ স্থানীয় বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।

জানা যায়, সকাল ১০টার দিকে এলাসিন ইউনিয়নের বারপাখিয়া গ্রামের শরিফ মিয়ার একটি মহিষ আক্রমণাত্মক হয়ে প্রথমে তার ওপর চড়াও হয়। সিংয়ের আঘাতে শরিফ মিয়া গুরুতর আহত হন। পরে মহিষটি দৌড়াতে থাকে এবং সামনে যাকে পায় তাকেই আক্রমণ করতে থাকে।

এলাসিন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মানিক রতন জানান, পাগলা মহিষের আঘাতে ৩টি গ্রামের অন্তত ১০ জন গুরুতর আহত হয়েছেন।

লাউহাটী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহিন মোহাম্মদ খান জানান, মহিষের আক্রমণে তারটিয়া গ্রামের হাজেরা বেগম নামে এক নারী মারা গেছেন। এছাড়া লাউহাটী ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি মোহাম্মদ হাসমত আলী খানসহ অন্তত ৮-১০ জন আহত হয়েছেন।

দেলদুয়ার উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাক্তার মোহাম্মদ বাহাউদ্দিন সারওয়ার রিজভী জানান, খবর পেয়ে জাতীয় চিড়িয়াখানার ট্রাইবুলাইজার টিমকে বিষয়টি জানানো হয়। তারা এসে মহিষটি অচেতন করার প্রস্তুতি নেন। কিন্তু তার আগেই জনতা দেশীয় অস্ত্র দিয়ে কুপিয়ে মহিষটি মেরে ফেলেন।

দেলদুয়ার থানার ওসি মোহাম্মদ নাসির উদ্দিন মৃধা ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

টাঙ্গাইল/এসকেএম

আরও খবর পড়তে: artnewsbd.com

আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD

https://www.youtube.com/channel/UCC2oLwZJYHIEygcbPX3OsWQ