মাইকিংয়ের ভিডিও ভাইরাল

0
557

করোনা ভাইরাসের সংক্রমণ রোধে দেশ ব্যাপি চলছে প্রচারণা। বিশেষ করে সিটি করপোরেশন, পৌরসভা ও ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে মাইকিং করে জনগণকে সচেতন করার চেষ্টা করা হচ্ছে।

এই প্রচারণায় খুব সহজ করে মানুষকে করোনা ভাইরাস কি, কিভাবে একে প্রতিরোধ করা যায়, আক্রান্ত হলে কি করতে হবে… এই বিষয়গুলো মাইকিংয়ের মাধ্যমে জানানো হচ্ছে। স্বাভাবিকভাবেই স্থানীয়দের দিয়েই মাইকিং করানো হচ্ছে।

স্থানীয়রা মাইকিং করার কারণে আঞ্চলিক উচ্চারণের প্রভাব থাকছে। এটাই স্বাভাবিক। বরং এতে স্থানীয় মানুষেরা বিষয়টি সহজে বুঝতেও পারছেন। বরং প্রমিত বাংলায় অথবা চিকিৎসা বিজ্ঞানের শক্ত শক্ত শব্দ ব্যবহার করে মাইকিং করলে অধিকাংশ মানুষই তা বুঝতে পারতেন না।

এমন মাইকিংয়ের একটি ভিডিও ক্লিপ ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। নোয়াখালীর বসুরহাট উপজেলায় আঞ্চলিক উচ্চারণে, সবধরণের মানুষের বোঝার জন্য করা মাইকিং নিয়ে ট্রল করছেন অনেকে। আবার এই ট্রলের বিপক্ষেও নেমেছেন অনেকে।

ভাইরাল হওয়া ভিডিও ক্লিপের ইউটিউব লিংক: