রোমে বসন্ত উৎসব

0
1098
বসন্ত উৎসবে রোম প্রবাসী বাংলাদেশিরা। ছবি: মিনহাজ

মিনহাজ হোসেন, ইতালী থেকে: উৎসব আনন্দের মধ্য দিয়ে তুসকোলানা নারী সংস্থা বসন্ত উৎসব উদযাপন করেছে।

সম্প্রতি তুসকোলানা চিকেন কিং-এর হলরুমে বসন্ত উৎসব উদযাপন করা হয়। সন্ধ্যা থেকে গভীর রাত পর্যন্ত আয়োজিত বর্ণাঢ্য অনুষ্ঠানমালার মধ্যে নারী, শিশুরা নানা ধরনের সাজে ও সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করে।

অনুষ্ঠানে এক হাজারেরও বেশি প্রবাসী অংশ নেন। অনুষ্ঠানে তুসকোলানা নারী সংস্থা’র সভাপতি মেরিন খানের সভাপতিত্ব করেন। সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক রুবাইয়াত ইসলাম রীতি। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন  ইতালীতে বাংলাদেশিদের সংগঠন মহিলা সমাজ কল্যাণ সমিতির সভাপতি লায়লা শাহ। বিশেষ অতিথি ছিলেন সাধারণ সম্পাদক সৈয়দা আরিফা।

বসন্তবরণ অনুষ্ঠানে বক্তব্য রাখেন তুসকোলানা নারী সংস্থার সিনিয়র সহ-সভাপতি সোনিয়া রহমান, সহ-সভাপতি বিউটি আক্তার ও সাংগঠনিক সম্পাদক সিলভিয়া। আমন্ত্রিত অতিথিদের মধ্যে বক্তব্য রাখেন বৃহত্তর ঢাকা সমিতির সহ-সাংগঠনিক সম্পাদক মেহেনাস তাব্বাসুম শেলি, মহিলা সম্পাদিকা শাহেরা বানু রানী, নারগিস হাওলাদার, মোহাম্মদ নিলুফার বানু নিলা, তাহমিনা আক্তার, ইফরোজা খানম ইফা, বাংকার সমিতির প্রধান উপদেষ্টা তারা মিয়া, সহ-সভাপতি শাহজাহান, সাহেদ, সাংগঠনিক সম্পাদক সুজন হাওলাদারসহ আরও কয়েকজন।

তুসকোলানা নারী সংস্থার নেতারা বলেন, সব কিছুর উর্ধ্বে থেকে আমরা সব সময় এমন হাসি আনন্দে মেতে উঠতে চাই। তারা বলেন, আমাদের সবার অক্লান্ত শ্রম দিয়ে আয়োজন সফল করতে পেরেছি।

উৎসবে নারী ও শিশু মেতে ওঠে আনন্দ উল্লাসে। বাঙালি বসন্ত উৎসবের মাধ্যমে নতুন প্রজন্ম মাতৃভূমির সংস্কৃতি, কৃষ্টিকে জানবে… এজন্যই এমন আয়োজন, বললেন তুসকোলানা নারী সংস্থার সভাপতি মেরিন খান।

শেষে মনোজ্ঞ নৃত্যানুষ্ঠানের মধ্যে দিয়ে অনুষ্ঠান শেষ হয়।