শিশুশিল্পী মুগলির কৃতিত্ব

0
2748
বাঁয়ে পুরস্কার ও সনদ হাতে আনান মুস্তাফিজ মুগলি। ডানে বিচারকের সাথে মুগলি

শিশু শিল্পী আনান মুস্তাফিজ মুগলির মুকুটে যুক্ত হলো আরেকটি পালক। এবার স্কুলের বাৎসরিক সাংস্কৃতিক প্রতিযোগিতায় আবৃত্তিতে প্রথম হলো প্রতিভাবান এই ক্ষুদে শিল্পী।

শনিবার হীড ইন্টারন্যাশনাল স্কুলের ১৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপিত হয়। এ উপলক্ষে দুপুরে আয়োজিত বাৎসরিক সাংস্কৃতিক প্রতিযোগিতায় কেজি ওয়ানের শিক্ষার্থী আনান মুস্তাফিজ এ কৃতিত্ব দেখাল। গত বছরও সে আবৃত্তি প্রতিযোগিতায় পুরস্কার অর্জন করেছিল।

মাত্র পাঁচ বছর বয়সে আনান মুস্তাফিজ মুগলি দুরন্ত টিভি’র মহান ভাষা আন্দোলনের শহীদদের স্মরণে নির্মিত ফিলারে অভিনয় করে জনপ্রিয়তা পায়। পরে, দুরন্ত টিভি’রই আরেকটি অনুষ্ঠানে তার সাবলীল উপস্থিতি শিশু মহলে জনপ্রিয়তা আরও  বাড়িয়ে দেয়।

দুরন্ত টিভি’র অনুষ্ঠান ছাড়াও ইমপালস হাসপাতালের বিজ্ঞাপন চিত্রেও অভিনয় করেছে।বিজ্ঞাপন চিত্রটি বর্তমানে প্রচারের অপেক্ষায় আছে।

আনান মুস্তাফিজ মুগলি বেসরকারি বিশ্ববিদ্যালয় উত্তরা ইউনিভার্সিটির ফ্যাশন ডিজাইন এন্ড টেকনোলজি ডিপার্টমেন্টের বাৎসরিক ফ্যাশন শো’র মডেল। পেশাদার মডেলদের সাথে র‌্যাম্পে তার সরব উপস্থিতি মাতিয়ে তোলে পুরো আয়োজনকে।

আনান মুস্তাফিজ মুগলি গেল বছর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে জাতীয় প্রেসক্লাব আয়োজিত চিত্রাঙ্কন প্রতিযোগিতায় দ্বিতীয় স্থান অর্জন করে। এছাড়া স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতাতেও দুইটি বিষয়ে অংশ নিয়ে দু’টিতেই প্রথম হয়েছে। এর মধ্যে একটি পুরস্কার ছিল ড্রেস অ্যাজ ইউ লাইকে আন্তর্জাতিক রেডক্রস ও রেডক্রিসেন্টের প্রতিষ্ঠাতা জিন হেনরি ডুনান্টের ভূমিকায় অনবদ্য উপস্থিতি।

পড়াশোনাতেও পিছিয়ে নেই আনান মুস্তাফিজ মুগলি। এবারের মিড টার্ম পরীক্ষায় সব কয়টি বিষয়ে এক্সিলেন্ট পাওয়ার পাশাপাশি ব্যবহার, পরিস্কার পরিচ্ছন্নতা ও বন্ধুদের প্রতি সহযোগিতার মনোভাবসহ সব বিষয়ে অ্যাক্সিলেন্টের স্বীকৃতি পেয়েছে আনান মুস্তাফিজ মুগলি। # বিজ্ঞপ্তি।