ষষ্ঠ দফায় নিজের নাগরিকদের ফিরিয়ে নিল ব্রিটেন

0
821
ফাইল ছবি

করোনার কারণে সিলেটে আটকে পড়া আরও ১৪৪ জন ব্রিটিশ নাগরিক নিয়ে সিলেট থেকে যাত্রা করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি বিশেষ ফ্লাইট।

শুক্রবার সকাল ১১টায় সিলেট এমএজি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিশেষ বিমান (বিজি ৪০২২) ফ্লাইটে ব্রিটিশ এ নাগরিকরা সিলেট ছাড়েন। ৬ষ্ঠ দফায় ব্রিটিশ সরকার তাদের নাগরিকদের বাংলাদেশ থেকে ফিরিয়ে নিল।

সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের বিমান কর্মকর্তা জাকির হেসাইন সুমন জানান, যুক্তরাজ্যের পাঁচ শিশু সহ ১৪৪ জন নাগরিককে নিয়ে বিমানের বিশেষ চাটার্ড ফ্লাইট ঢাকার উদ্দেশে সিলেট ছাড়ে। ঢাকা থেকে ব্রিটিশ এয়ারওয়েজের অন্য একটি ফ্লাইটে তারা যুক্তরাজ্যের উদ্দেশে যাত্রা করছেন।

এর আগে গত ২১ এপ্রিল একটি বিশেষ চার্টার্ড ফ্লাইটে সিলেট থেকে প্রথম দফায় ১৫৬ জন, ২৩ এপ্রিল দ্বিতীয় দফায় ১৫৬ জন, ২৫ এপ্রিল তৃতীয় দফায় ১২২ জন, ২৬ এপ্রিল চতুর্থ দফায় ১০১ জন, ২৯ এপ্রিল পঞ্চম দফায় ১২৭ জন এবং আজ ৬ষ্ঠ দফায় ১৪৪ জনসহ মোট ৮০৬ জন আটকেপড়া ব্রিটিশ নাগরিক যুক্তরাজ্য গেছেন।

জানা গেছে, এই ৮০৬ জনের অধিকাংশই বাংলাদেশ ও ব্রিটেনের দ্বৈত নাগরিক।