আন্তর্জাতিক ডেস্ক (ইউরোপ)
ইউরোপিয় ইউনিয়নের (ইইউ)-এর নিরাপদ দেশের তালিকায় থাকলেও তৃতীয় দেশের আশ্রয়প্রার্থীরা সবসময় যে নিজ দেশে নিরাপদ থাকবে তার কোনো নিশ্চয়তা নেই। এমনটাই জানালেন ইইউ-এর স্বরাষ্ট্র ও অভিবসিন বিষয়ক কমিশনার মাগনুস ব্রুনার। বিষয়টি এমন, ইইউ-তে প্রস্তাবিত নিরাপদ দেশের তালিকায় একটি দেশকে যুক্ত করার অর্থ এই নয় যে, সেই দেশের সব নাগরিকের নিরাপত্তা সম্পূর্ণ নিশ্চিত করা হয়েছে, যোগ করেন তিনি।
মাগনুস ইউরোপিয় পার্লামেন্ট সদস্য পেরেনান্দো বারেনা আরজ (স্পেন) এর এক প্রশ্নের জবাবে এই কথা বলেন। সম্প্রতি ইইউ তৃতীয় দেশের অর্থাৎ ইউরোপের বাইরের দেশের তালিকায় দখ্ষিণ আমেরিকার দেশ কলম্বিয়াকে যুক্ত করেছে।
পেরেন্দা বারেনা আরজের মতে, কলম্বিয়াকে নিরাপদ দেশ বিবেচনার কোনো পরিস্থিতি নেই। তিনি বলেন, কমিশন এমন সব তৃতীয় দেশকে তালিকায় বিবেচনা করে, যে দেশগুলোতে নির্যাতন ও ক্ষতির সাধারণত কোনো সম্ভাবনা নেই। খবর সূত্র: ইনফো মাইগ্রেন্টস।
নিজের দাবিকে জোড়ালো করতে তিনি উল্লেখ করেন, ইইউ-এর কর্তারা স্বীকার করেছেন সংশ্লিষ্ট তৃতীয় দেশে কোনো কোনো সম্প্রদায়ের ব্যক্তি সুনির্দিষ্ট চ্যালেঞ্জের মুখে পড়েছেন। এমনকি এই কমিশনারের মতে কলম্বিয়াকে সম্পূর্ণ নিরাপদ দেশ হিসেবে বিবেচনা করা যায় না। সেখানে কিছু ঝুঁকি রয়েছে বলে আশ্রয়প্রার্থীদের ফেরত পাঠানোর বিষয়টি সমর্থনযোগ্য নয়। যদিও বিষয়টি ইইউ-এর সদস্য দেশগুলোর ওপর নির্ভর করে।
উল্লেখ্য, নিরাপদ দেশের তালিকার ওপর ভিত্তি করে ইইউ আশ্রয়প্রার্থীদের আবেদন যাচাই-বাছাই করে। তবে তালিকাটি সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রেিএকমাত্র গুরুত্বপূর্ণ বিষয় নয়। নিরাপদ তৃতীয় দেশের কোনো ব্যক্তি নিজ দেশে ঝুঁকিতে পড়তে পারেন, এমনটি বিবেচনায় নিয়ে সদস্য র্ষ্ট্রগুলো আশ্রয় দেয়ার বিষয়টি বিবেচনা করে।
ইইউ/এএমএম/কিউটি
আরও খবর পড়তে: NRB365.com
আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ART News BD Plus
Leave a Reply