সূত্রাপুরে বিকাশ সভাপতি, গোলাম রাব্বী সাধারণ সম্পাদক
নিউজ ডেস্ক
বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) সূত্রাপুর থানার ২০তম সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনে বিকাশ সাহাকে সভাপতি ও গোলাম রাব্বী খানকে সাধারণ সম্পাদক হিসেবে আবারও নির্বাচিত করা হয়। সম্মেলন উপলক্ষ্যে আয়োজিত সমাবেশে বক্তারা বলেন, সংষ্কারের নামে মুক্তিযুদ্ধের চেতনার বিপরীতে সাম্প্রদায়িকতার বিষবাষ্প লালন বাংলাদেশের সংগ্রামী জনগণ মেনে নিবে না।
শনিবার ১৬ আগস্ট বিকেলে সূত্রাপুর থানা সিপিবির ২০তম সম্মেলনের সমাবেশ ঐতিহাসিক বাহাদুর শাহ জাফর পার্কে অনুষ্ঠিত হয়। সমাবেশে সভাপ্রধান ছিলেন থানা কমিটির সভাপতি বিকাশ সাহা। প্রধান অতিথি ছিলেন দলটির কেন্দ্রীয় কমিটির সদস্য জাহিদ হোসেন খান।
জাহিদ হোসেন বলেন, অন্তবর্তীকালিন সরকার সংষ্কারের নামে কালক্ষেপণ করছে। আমাদের দাবি অনুযায়ী নির্ধারিত সময়ে নির্বাচন দিয়ে নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করতে হবে। তিনি আরও বলেন, জনগণ তাদের অধিকার প্রতিষ্ঠা ও শোষণ-বৈষম্যের অবসানের জন্য অভ্যুত্থান করেছিল, প্রয়োজনে তারা আবার গণঅভ্যুত্থান করবে।
সভাপতির বক্তব্যে বিকাশ সাহা বলেন, আমাদের মূল শত্রু সাম্রাজ্যবাদ, তাদের লুটেরা সহযোগী ও দেশি-বিদেশি সম্প্রদায়িক মৌলবাদী গোষ্ঠী। মার্কিনিরা মৌলবাদী অপশক্তিকে কাজে লাগিয়ে দেশে দেশে ভয়ের পরিবেশ সৃষ্টি করে সম্পদ লুট করে। আমাদের দেশের বন্দর তারা নিতে চায়। করিডোরের নামে তারা দেশকে যুদ্ধের দিকে ঠেলে দিতে চায়। এ অবস্থা কমিউনিস্টরা মেনে নিবে না।
অন্যরা বলেন, দেশে গ্যাস-পানি-বিদ্যুৎ সংকট চলছে। সন্ত্রাস আজ সর্বগ্রাসী। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি কিভাবে রোধ করবে তা কেউ জানে না। বারবার সরকার ব্যর্থতার পরিচয় দিচ্ছে। যে কোন সময়ের চেয়ে এখন শোষণ আরও বেশি। এই অবস্থা থেকে দেশের মানুষ মুক্তি চায়।
সমাবেশে গোলাম রাব্বী খানের সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন সিপিবি ঢাকা দক্ষিণ কমিটির সম্পাদকমণ্ডলীর সদস্য ত্রিদিব সাহা, থানা কমিটির সহকারী সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন, দীপায়ন হোসেন, দীপক শীল, সাগর হোসেন সবুজ।
এর আগে সাংগঠনিক অধিবেশনে বিকাশ সাহাকে সভাপতি, গোলাম রাব্বী খানকে সাধারণ সম্পাদক ও আনোয়ার হোসেনকে সহকারী সাধারণ সম্পাদক পুনঃনির্বাচিত করে ১১ সদস্যের থানা কমিটি গঠন করা হয়।
সম্মেলন/এএমএম/কিউটি
আরও খবর পড়তে: NRB365.com
আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ART News BD Plus
Leave a Reply