কলম্বিয়ায় বিস্ফোরক হামলায় ৮ পুলিশ কর্মকর্তা নিহত

0
222
ছবি: সংগৃহীত

৩ সেপ্টেম্বর ২০২২ (আন্তর্জাতিক ডেস্ক): কলম্বিয়ায়ার পশ্চিমাঞ্চলে ভয়াবহ বিস্ফোরক হামলায় আট পুলিশ কর্মকর্তা নিহত হয়েছেন।

শুক্রবার দেশটির সান লুইস অঞ্চলে এ হামলার ঘটনার ঘটে। এ হামলাকে সবচেয়ে বড় ধরনের হামলা বলে মন্তব্য করেছেন দেশটির প্রেসিডেন্ট গুস্তাভো পেট্রো। খবর: আল জাজিরা।

ট্যুইটারে পেট্রো বলেছেন, এসব হামলা দেশে শান্তি প্রতিষ্ঠার ক্ষেত্রে স্পষ্ট অন্তর্ঘাত। আমি কর্তৃপক্ষকে এ ঘটনা তদন্তের জন্য সরেজমিনে তৎপর হওয়ার নির্দেশ দিয়েছি।

জানা যায়, কর্মকর্তারা যে গাড়িটিতে ভ্রমণ করছিলেন সেখানে বিস্ফোরণ ঘটানো হলে তারা মারা যান।

দীর্ঘ ৬০ বছর ধরে চলা অশান্ত পরিস্থিতি শান্ত করার জন্য গত আগস্টের শুরুতে কলম্বিয়ার প্রথম বামপন্থি প্রেসিডেন্ট হিসেবে শপথ নেন গুস্তাভো পেট্রো। তিনি সামাজিক-অর্থনৈতিক বৈষম্য দূরীকরণ এবং জলবায়ু পরিবর্তনের বিরুদ্ধে লড়াইয়ে নিজের শক্ত অবস্থানের পাশাপাশি রাষ্ট্রে শান্তি প্রতিষ্ঠা ও মাদকবিরোধী ‘ব্যর্থ’ যুদ্ধের অবসানের প্রতিশ্রুতি দিয়েছিলেন। তবে বামপন্থিদের সরকার গঠনের এক মাস যেতে না যেতেই দেশটিতে এই ভয়াবহ মামলার ঘটনা ঘটলো।

কলম্বিয়া/এসকেএম

আরও খবর পড়তে: artnewsbd.com

আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD

https://www.youtube.com/channel/UCC2oLwZJYHIEygcbPX3OsWQ