নিউজ ডেস্ক: আগামীকাল (বুধবার) থেকে মিরপুরের পল্লবী স্টেশনে থামা শুরু করবে মেট্রোরেল। উত্তরা ও আগারগাঁওয়ের মাঝখানে প্রথমবার কাল থেকে পল্লবীতে যাত্রী ওঠানামা করবে মেট্রোরেল। কর্তৃপক্ষ বলছে, আগামী ২৬ মার্চের মধ্যে পর্যায়ক্রমে অন্যান্য স্টেশনে থামানো হবে।
কাল থেকে মেট্রোরেলের চলাচলের সময়েও কিছু পরিবর্তন আসবে বলে জানিয়েছে মেট্রোরেল নির্মাণ ও পরিচালনার দায়িত্বে থাকা ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)। ডিএমটিসিএলের পক্ষ থেকে বলা হয়েছে, সকাল ৮টায় স্টেশনের গেট খোলা হবে। যাত্রীরা ভেতরে প্রবেশ করে টিকিট কাটবেন। সাড়ে ৮টায় ট্রেন ছাড়বে। যাত্রীদের অনুরোধের পরিপ্রেক্ষিতেই ট্রেন চলাচল শুরুর আধা ঘণ্টা আগে গেট খুলে দেয়ার সিদ্ধান্ত হয়েছে।
ডিএমটিসিএল আরও জানায়, শুরু থেকে সকাল ৮টায় গেট খোলার সাথে সাথেই ট্রেন চলাচল করে আসছে। এ ছাড়া কাল থেকে মেট্রোরেলের চলাচল বন্ধ হবে দুপুর ১২টার পরিবর্তে সাড়ে ১২টায়।
সংস্থাটি আরও জানায়, শুরু থেকে মেট্রোরেল দিনে চার ঘণ্টা চলাচল করছে। শুধু বিশ্ব ইজতেমা উপলক্ষ্যে ২২ জানুয়ারি সকাল আটটা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত মেট্রোরেল চলাচল করেছে।
মেট্রোরেল/এসকেএম
আরও খবর পড়তে: artnewsbd.com
আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD