গণতন্ত্র প্রতিষ্ঠায় নির্বাচনী রোডম্যাপ ঘোষণা করুন: সিপিবি

গ্যাস-পানি-বিদ্যুৎ সংকট দূর করা আহ্বান-

নিউজ ডেস্ক: গণতন্ত্র প্রতিষ্ঠায় শিগগিরই নির্বাচনী রোডম্যাপ ঘোষণার দাবি জানিয়েছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)। একই সাথে ঢাকা মহানগরে গ্যাস-পানি-বিদ্যুৎ সংকট দূর করা আহ্বান জানিয়েছেন দলটির নেতারা।

রোববার ১১ মে বিকেলে সিপিবির ৪৩ নং ওয়ার্ড শাখার সমাবেশে নেতারা এ দাবি জানান। সূত্রাপুরের লালকুঠি প্রাঙ্গণে আয়োজিত সমাবেশে সভা প্রধান ছিলেন বীর মুক্তিযোদ্ধা রতন কুমার দাস। সমাবেশ পরিচালনা করেন শাখা সম্পাদক দীপায়ন হোসেন। এতে বক্তব্য রাখেন সিপিবি সূত্রাপুর থানার সাধারণ সম্পাদক গোলাম রাব্বী খান, আনোয়ার হোসেন, জয় বণিক ও প্রিতম ফকির।

গোলাম রাব্বী খান বলেন, ঢাকা দক্ষিণ মহানগর জুড়েই গ্যাস-পানির সংকট চলছে। চলছে লোডশেডিং। এর কারণ, সরকার দেশকে সুষ্ঠুভাবে পরিচালনা করতে পারছে না। তারা ক্ষমতাকে উপভোগ করছে কিন্তু দায়িত্ব পালনে ব্যর্থতার পরিচয় দিচ্ছে। মানবিক করিডোরের নামে বাংলাদেশকে যুদ্ধের দিকে ঠেলে দিচ্ছে।

তিনি কালক্ষেপন না করে গণতন্ত্রের স্বার্থে শিগগিরই নির্বাচনের তারিখ ঘোষণার আহ্বান জানিয়ে বলেন, দেশের মানুষ একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে নতুন সরকার নির্বাচিত করতে চায়। একমাত্র নির্বাচিত সরকারই জনগণের কাছে দায়বদ্ধ এবং রাষ্ট্র পরিচালনার অধিকার সংরক্ষণ করেন।

অন্য নেতারা বলেন, আমরা গ্যাসের বিল দিচ্ছি আবার সিলিন্ডারও কিনছি। রান্নায় খরচ বেড়েছে দ্বিগুণ। আমি বিল দেবো কিন্তু সেবা পাবো না, আবার দায়িত্বপ্রাপ্তরা জবাবদিহি করবে না। এ পরিস্থিতি চলতে পারে না উল্লেখ করে তারা বলেন, জনগণ ফুসে উঠলে কি হয় তা গণঅভ্যুত্থান শিখিয়েছে। তাই গ্যাস-পানি-বিদ্যুৎ সমস্যার সমাধান করুন, আইনের শাসন প্রতিষ্ঠা করুন এবং দ্রুত নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করুন।

সভাপতির বক্তব্যে রতন কুমার দাস বলেন, দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি অতীতের যেকোন সময়ের চেয়ে নাজুক। মব সন্ত্রাস হচ্ছে। কিন্তু সরকার নির্বিকার। আমরা নাগরিক অধিকার চাই। তিনি দ্রুত নাগরিক অধিকার প্রতিষ্ঠা ও নির্বাচিত সরকারের কাছে দায়িত্ব হস্তান্তরের আহ্বান জানান।

সিপিবি/এএমএম/কিউটি

আরও খবর পড়তে:  NRB365.com

আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: NRB365 News

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *