চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় মা-ছেলের মৃত্যু

0
173

১১ জানুয়ারি ২০২২ (নিউজ ডেস্ক, চট্টগ্রাম): চট্টগ্রামের লোহাগাড়ায় সড়ক দুর্ঘটনায় মা-ছেলের মৃত্যু হয়েছে। এঘটনায় আহত হয়েছেন আরও চারজন।

মঙ্গলবার ভোরে লোহাগাড়ার চুনতি জাংগালিয়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- ২৭ বছর বয়সী পাপিয়া আক্তার ও তার ছেলে ২ বছর বয়সী আহাদ। নিহত ও আহত ব্যক্তিদের বাড়ি গাজীপুর জেলার কালিয়াকৈর উপজেলায়।

দোহাজারী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সিরাজুল ইসলাম দুর্ঘটনায় মা-ছেলের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তবে মাইক্রোবাসের সাথে কিসের ধাক্কা লেগেছে, তা নিশ্চিত করতে পারেননি তিনি।

ওসি মোহাম্মদ সিরাজুল ইসলাম জানান, গাজীপুর থেকে মাইক্রোবাসে করে একদল পর্যটক কক্সবাজারে বেড়াতে যাচ্ছিলেন। তাদের বহনকারী মাইক্রোবাসটি দুর্ঘটনার কবলে পড়ে। কিন্তু কিসের সাথে মাইক্রোবাসটি ধাক্কা খেয়েছে, তা বলা যাচ্ছে না। ওই স্থানে একটি কাভার্ড ভ্যান ছিল। কিন্তু সেটা একটু দূরে ছিল। গাড়ি দুটি জব্দ করা হয়েছে। কিন্তু চালকদের আটক করা সম্ভব হয়নি। তারা পলাতক।

সড়ক দুর্ঘটনা/এসকেএম

http://artnewsbd.com

আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে:

https://www.youtube.com/channel/UCC2oLwZJYHIEygcbPX3OsWQ