১০ মে ২০২১ (নিউজ ডেস্ক, যশোর): যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কয়েকজন গবেষক জানিয়েছেন, টাকার নোটে করোনা ভাইরাসের উপস্থিতি পাওয়া গেছে। তারা যত নোট পরীক্ষা করেছেন তারমধ্যে ৭ শতাংশে ছিল করোনা ভাইরাস।
সোমবার বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়।
সংবাদ সম্মেলনে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডক্টর মোহাম্মদ আনোয়ার হোসেন জানান, বাংলাদেশের ব্যাংক নোটে করোনা ভাইরাসের আরএনএর উপস্থিতি বিষয়ে গবেষণা করা হয়েছে। গবেষক দল দেশের বিভিন্ন স্থান থেকে প্রাপ্ত ব্যাংক নোটে এ ভাইরাসের আরএনএর উপস্থিতি পেয়েছেন।
তিনি জানান, গবেষকরা ব্যাংক নোটে ৭২ ঘন্টা পর্যন্ত ভাইরাসের এন-জিনের উপস্থিতি পেয়েছেন। এছাড়া ৮ থেকে ১০ ঘন্টা পর্যন্ত ওআরএফ জিনের স্থায়ীত্ব শনাক্ত করেছেন। যা ইতোমধ্যেই একটি জার্নালে প্রকাশিত হয়েছে।
টাকায় করোনা/এএমএম/কিউটি