ক্ষমতাসীন আওয়ামী লীগের ২১তম জাতীয় কাউন্সিলে আমন্ত্রণ জানানো হয়েছে বিএনপির চার সিনিয়র নেতাকে। ইতোমধ্যে পৌঁছে দেয়া হয়েছে আমন্ত্রণপত্র।
বৃহস্পতিবার আওয়ামী লীগের কেন্দ্রীয় উপ-কমিটির সদস্য জিয়াউদ্দীন আহমেদ শিপুর নেতৃত্বে তিন সদস্যের একটি প্রতিনিধি দল আমন্ত্রণপত্র পৌঁছে দেন। বেলা সাড়ে ১১ টার দিকে তারা গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে আমন্ত্রণপত্র নিয়ে যান। সেখানে আমন্ত্রণপত্র গ্রহণ করেন বিএনপি’র কেন্দ্রীয় কমিটির সহ-তথ্য বিষয়ক সম্পাদক রিয়াজউদ্দিন নসু।
বিএনপি চেয়ারপারসনের মিডিং উইংয়ের সদস্য শায়রুল কবির খান জানান, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরম স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন, ব্যারিস্টার মওদুদ আহমেদ ও মির্জা আব্বাসের নামে আমন্ত্রণপত্র পৌঁছে দেয়া হয়েছে।
শুক্রবার ২০ আগস্ট বিকাল ৩টায় রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে দলের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা দুই দিনের কাউন্সিলে উদ্বোধন করবেন। ২১ আগস্ট শনিবার সকাল ১০টা থেকে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে কাউন্সিল অধিবেশন শুরু হবে।