ইরানের হামলায় কোন মার্কিন নাগরিক হতাহত হয়নি… প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এমন তথ্য নিখাদ মিথ্যাচার বলে প্রমানিত হয়েছে। ৮ জানুয়ারি ইরাকে অবস্থিত মার্কিন ঘাঁটিতে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র হামলায় ৩৪ সেনার আহত হওয়ার তথ্য মিলেছে পেন্টাগণের দেয়া বিবৃতিতে।
শুক্রবার পেন্টাগন জানিয়েছে, আঘাতজনিত মস্তিষ্কের ক্ষত (টিবিআই) ও কনকাসনে আক্রান্ত হয়েছেন ৩৪ মার্কিন সেনা। প্রতিরক্ষা দফতরের মুখপাত্র জোনাথন হফম্যান জানান, আহত ১৭ জন সেনা সদস্যকে জার্মানিতে চিকিৎসা দেয়া হয়েছে। এদের ৮ জন ইতোমধ্যেই যুক্তরাষ্ট্রে ফেরত গেছেন। খবর: এপি ও রয়টার্স।
শুক্রবারের সংবাদ সম্মেলনে জোনাথন হফম্যান জানান, দেশে ফেরা সৈনিকদের ওয়াশিংটনের কাছেই ওয়াল্টার রিড সামরিক হাসপাতালে বা আহত সৈনিকদের নিজস্ব ঘাঁটিতে চিকিৎসা চলবে।
হফম্যান বলেন, যারা জার্মানিতে আছেন সেখানেই তাদের চিকিৎসা চলবে। এছাড়া চিকিৎসা শেষে ১৭ জন সেনা ইরাকে নিজেদের দায়িত্বে ফিরে গেছেন।
মার্কিন সেনাদের আহত হওয়ার ঘটনায় প্রেসিডেন্ট ট্রাম্প মিথ্যাচার করেছেন বলে তাকে অভিযুক্ত করেছে ডেমোক্র্যাট দলীয় আইনপ্রণেতারা। এ নিয়ে কংগ্রেসে ট্রাম্প বিরোধীরা মুখর হয়েছেন কঠোর সমালোচনায়। ডেমোক্র্যাট দলীয় কংগ্রেস সদস্য ডেব্বি ওয়াসারম্যান স্যুলজ বলেন, ইরাকে মার্কিন ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় আহত সেনাদের বিষয়টিকে প্রেসিডেন্ট ট্রাম্প তুচ্ছ করে দেখেছেন। আহত বেশ কয়েকজন সেনার অস্ত্রোপচার করতে হয়েছে। এর ফলে তারা বাকি জীবন প্রতিবন্ধকতার শিকার হতে পারেন।
গত ৩ জানুয়ারি মার্কিন ড্রোন হামলায় নিহত হন ইরানের প্রভাবশালী জেনারেল কাসেম সোলাইমানি। এর পাল্টা জবাব দিতে ইরান ৮ জানুয়ারি ক্ষেপণাস্ত্র হামলা চালায় পশ্চিম ইরাকে থাকা মার্কিন সামরিক ঘাঁটি আইন আল আসাদে। এই ঘাঁটিতে কয়েক হাজার ইরাকি সেনার পাশাপাশি দেড় হাজার মার্কিন সেনা রয়েছে।