পাকিস্তানি ক্রিকেটারদের বিপিএল ছাড়ার নির্দেশ

0
37

স্পোর্টস ডেস্ক: বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) চলমান নবম আসরে বিদেশি খেলোয়াড়দের মধ্যে আধিপত্য বিস্তার করছেন পাকিস্তানিরা। বিগ ব্যাশ এবং দক্ষিণ আফ্রিকায় চলমান ফ্র্যাঞ্জাইজি লিগের কারণে অন্য দেশের তারকা ক্রিকেটারদের পায়ওয়া যায়নি। যে কারণে বিপিএলের এবারের আসরে প্রতিটি দলেই রয়েছেন একাধিক পাকিস্তানি ক্রিকেটার।

অথচ বিপিএলের মাঝপথে তারকা ক্রিকেটারদের ঢাকা ত্যাগের নির্দেশ দিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।

আগামী ২ ফেব্রুয়ারির মধ্যে বিপিএল ছাড়ার নির্দেশ দেয়া হয়েছে। পাকিস্তানের একাধিক গণমাধ্যম এমন সংবাদ প্রকাশ করেছে।

মূলত আগামী ১৩ ফেব্রুয়ারি শুরু হবে পাকিস্তান সুপার লিগ (পিএসএল)। টুর্নামেন্টের প্রস্তুতি জোরদারের লক্ষ্যে ফ্র্যাঞ্চাইজিদের অনুরোধে তারকা ক্রিকেটারদের বিপিএল ছাড়ার নির্দেশ দিয়েছে পিসিবি।

ক্রিকেট/এসকেএম

আরও খবর পড়তে: artnewsbd.com

আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD

https://www.youtube.com/channel/UCC2oLwZJYHIEygcbPX3OsWQ