পাচারকৃত অর্থ ফেরত আনতে টাস্কফোর্স গঠন হচ্ছে

0
11

নিউজ ডেস্ক: পাচারকৃত অর্থ উদ্ধারে টাস্কফোর্স গঠন প্রক্রিয়া চূড়ান্ত করা হয়েছে। খুব শিগগিরই দৃশ্য মান হবে অর্থ উদ্ধার প্রক্রিয়া। এমনটাই বলেছেন বাণিজ্য উপদেষ্টা ডক্টর সালেহউদ্দিন আহমেদ।

রোববার বাণিজ্য মন্ত্রণালয়ে এক ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।

বাণিজ্য উপদেষ্টা বলেন, পাচার কৃত অর্থ উদ্ধারে একটি ঘটনায় ১৬ বছর লেগেছে। তবে এখন বেশি সময় লাগবে না। এ নিয়ে সরকার কাজ করছে।

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, অনেক লুটপাটকারী ধরা হয়েছে।

সালেহউদ্দিন আহমেদ/এএমএম

আরও খবর পড়তে: artnewsbd.com

আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD

https://www.youtube.com/channel/UCC2oLwZJYHIEygcbPX3OsWQ