বিপিএলে বিদ্যুৎ বিভ্রাট

0
57

নিউজ ডেস্ক: বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) নবম আসরের গ্রুপপর্বের শেষ ম্যাচের শুরুতেই বিদ্যুৎ বিভ্রাট।

শুক্রবার মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সন্ধ্যার ম্যাচে খুলনার বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে নেমে ১ দশমিক ২ ওভারে স্কোর বোর্ডে মাত্র ৫ রান জমা করেন ফরচুন বরিশালের দুই ওপেনার এনামুল হক বিজয় ও মাহমুদউল্লাহ রিয়াদ।

এর পরই বিদ্যুৎ বিভ্রাট দেখা দেয়। সন্ধ্যা সাতটা ৬ মিনিটে মিরপুরে শেরেবাংলা পুরো স্টেডিয়ামের বিদ্যুৎ সংযোগ চলে যায়।

দেড় মিনিট পর প্রেস বক্সের বিদ্যুৎ সংযোগ এলেও ফ্ল্যাড লাইটের সংযোগ আসে ৫ মিনিট পর। বিদ্যুৎ বিভ্রাটের কারণে খেলা বন্ধ থাকে ১২ মিনিট। বিদ্যুৎ সংযোগ চলে যাওয়ার পর ক্রিকেটাররা মাঠ ছেড়ে ড্রেসিংরুমে চলে যান।

ক্রিকেট/এসকেএম

আরও খবর পড়তে: artnewsbd.com

আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD

https://www.youtube.com/channel/UCC2oLwZJYHIEygcbPX3OsWQ