নিউজ ডেস্ক: রাজধানীর মুগদায় এক কলেজছাত্রকে কুপিয়ে হত্যা করা হয়েছে।
সোমবার সন্ধ্যায় মুগদার মাণ্ডা এলাকায় এ হত্যাকাণ্ড ঘটে। স্থানীয় ‘হীরা গ্রুপের’ সদস্যরা এই হত্যায় জড়িত বলে অভিযোগ উঠেছে।
নিহত কলেজছাত্রের নাম রাকিবুল ইসলাম ওরফে রাতুল। সে স্থানীয় আবদুল আজিজ স্কুল অ্যান্ড কলেজের একাদশ শ্রেণির ছাত্র ছিল।
রাকিবুলের বন্ধু ফাহিম হোসেনের ভাষ্য, গত শনিবার কথা-কাটাকাটির জেরে সজীব নামের একজনকে মারধর করেন স্থানীয় হীরা গ্রুপের সদস্যরা। রাকিবুলের বন্ধু সজীব। তাই সজীবের সাথে রাকিবুলসহ আরও কয়েকজন থানায় অভিযোগ করতে যায়। পরে সমস্যার সমাধান করতে গতকাল সন্ধ্যায় দুই পক্ষ আলোচনায় বসে। সেখানে হীরা গ্রুপের কয়েকজন রাকিবুলকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে।
আহত অবস্থায় রাকিবুলকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
মুগদা থানার উপপরিদর্শক রেজাউল করিম খান বলেন, এলাকায় দুই পক্ষের আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এ ঘটনা ঘটেছে বলে প্রাথমিক তদন্তে জানা গেছে। এ বিষয়ে তদন্ত চলছে।
পরিবার ও পুলিশ সূত্রে জানা গেছে, রাকিবুলের গ্রামের বাড়ি যশোর সদর উপজেলার ধানঘাটা গ্রামে। তার বাবার নাম আতিকুর রহমান। তার তিন ছেলের মধ্যে রাকিবুল দ্বিতীয় ছিল।
মুগদা/এসকেএম
আরও খবর পড়তে: artnewsbd.com
আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD