মৃত্যুঞ্জয়ী মতিউর: ট্রেনের নিচে পড়েও মারা যাননি

নিউজ ডেস্ক: এক ব্যক্তির ট্রেনের নিচে পড়ার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। জানা গেছে সেই ব্যক্তির পরিচয় এবং তিনি বেঁচে আছেন। শুধু তাই নয়, ওই ব্যক্তিকে মোবাইল ফোন চোর বলে যে সমালোচনা হচ্ছে, সেটিও সঠিক নয় বলে জানা গেছে। আলোচিত ব্যক্তির নাম মতিউর রহমান। ৪০ বছর বয়স। তার বাড়ি নওগাঁর রানীনগর উপজেলার পারইল গ্রামে।

সামাজিক যোগাযোগমাধ্যমে মতিউরের ট্রেনের নিচে চলে যাওয়ার ভাইরাল ভিডিওটি ৩৫ সেকেন্ডের। এই ঘটনাটি ঘটে গতকাল রোববার ১৮ মে দুপুর ১টার কিছু আগে। মতিউর যে ট্রেনে ছিল সেটি বগুড়া থেকে সান্তাহার অভিমুখী একটি কমিউটার ট্রেন। এ ঘটনা ঘটে আদমদীঘি উপজেলার নশরৎপুর স্টেশনে।

ট্রেন থেকে হত্যার উদ্দেশ্যে ফেলে দেয়ার ঘটনায় পুলিশ প্রথমে মামলা গ্রহণ করেনি। সান্তাহার রেলওয়ে থানা ও আদমদীঘি থানায় ধর্ণা দিয়ে মামলা করতে পারেননি ভূক্তভোগী। বিষয়টি গণমাধ্যমে প্রকাশের পর সান্তাহার রেলওয়ে থানা অভিযোগ গ্রহণ করেছে।

জানা গেছে, আদমদীঘি উপজেলার তালসান গ্রামের সজীব নামের এক যুবককে প্রায় তিন সপ্তাহ আগে সৌদি আরব পাঠিয়েছেন মতিউর। সেখানে বৈধ কাগজপত্র হাতে পেতে কয়েকদিন সময় লাগে সজীবের। কাগজ পেতে দেরি হওয়ার বিষয়টি সজীব তার পরিবারকে জানায়। এতে ক্ষিপ্ত হয়ে সজীবের পরিবারের সদস্যরা এমন নৃশংস ঘটনা ঘটিয়েছে বলে দাবি করেন মতিউর।

গণমাধ্যমকে মতিউর জানান,  শনিবার (১৭ মে) তিনি বগুড়ায় মেয়ের বাড়িতে বেড়াতে গিয়েছিলেন। রোববার বাড়ি ফেরার উদ্দেশ্যে বেলা ১১টার দিকে তিনি বগুড়া রেলস্টেশনে যান।

তিনি জানান, স্টেশনে চা পানের সময় ৫/৭ জন মাস্ক পরা ব্যক্তি স্টেশনে আসে। পরে তিনি ট্রেনের যে বগিতে ওঠেন তারাও একই বগিতে ওঠেন। ট্রেনে তেমন ভিড় ছিল না। ট্রেন কিছুদূর যাওয়ার পর তারা মতিউরের পাশে এসে বসেন। এই সময় তারা মতিউরের ঠিকানা ও অন্যান্য বিষয়ে জানতে চাইলে তিনি (মতিউর) তাদের সেসব তথ্য দেন। এরপর ওই ব্যক্তিরা মতিউরের কাছ থেকে সরে যান।

মতিউরের ভাষ্য মতে, তিনি বারোভাজা খাচ্ছিলেন। এমন সময় ওই ব্যক্তিরা আবার মতিউরের কাছে আসেন এবং ছুরি ধরে ট্রেন থেকে ফেলে দিতে চান। বগিতে থাকা অন্য যাত্রীরা ঘটনা জানতে চাইলে তারা বলেন মতিউর তাদের দুইটি মোবাইল ফোন চুরি করেছেন। এ কথা বলে তারা মতেউরের বুকে ও মাথায় মারতে থাকেন। এক পর্যায়ে তারা মতিউরকে ছুরিকাহত করে ট্রেন থেকে ফেলে দিতে চান। এসময় একজন বলেন, চাকু মারলে তারা ফেঁসে যাবেন; তাই ছুরিকাহত না করে ট্রেন থেকে ফেলে দিলে মানুষ ভাববে ট্রেনে কাটা পড়ে মারা গেছে। এরপর তারা মতিউরকে ধাক্কা দিয়ে ট্রেন থেকে ফেলে দেয়ার চেষ্টা করেন। একজন মতিউরের হাত ধরে আলতাফনগর স্টেশন থেকে নশরৎপুর স্টেশন পর্যন্ত হাত ধরে ঝুলিয়ে আনেন।

তিনি জানান, ট্রেন নশরৎপুর স্টেশনে এলে প্ল্যাটফর্মে ধাক্কা লাগে। তাতে তিনি ট্রেনের নিচে পড়ে যান। পড়ে যাওয়ার সময় স্টেশনে থাকা লোকজনের পরামর্শে কুঁজো হয়ে থাকায় প্রাণে বেঁচে যান। স্টেশনে ওঠার পর লোকজন মোবাইল ফোন চোর ভেবে মারধর করে। এতে তিনি আহত হন। স্টেশনের লোকজন তাকে মারধর করে আটকে রাখেন। খবর পেয়ে মতিউরের স্ত্রী ও ছেলে বিকেল ৪টার দিকে স্টেশনে গিয়ে তাকে উদ্ধার করে আদমদীঘি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। স্থানীয় হাসপাতালের চিকিৎসকরা উন্নত চিকিৎসার জন্য মতিউরকে বগুড়ার জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হওয়ার পরামর্শ দেন।

গণমাধ্যমকে মতিউর আরও জানান, ট্রেনে যারা তাকে মারধর করেন তাদের একজন সৌদি আরবে যাওয়া সজীবের শ্যালক সুমন। পুলিশের আচরণ নিয়ে ক্ষোভ প্রকাশ করে মতিউর জানান, আদমদীঘি থানায় অভিযোগ জানাতে গেলে তারা অভিযোগ গ্রহণ করেনি। তারা সান্তাহার রেলওয়ে থানায় অভিযোগ জানাতে বলে। আদমদীঘি থানার পরামর্শ অনুযায়ী সান্তাহার রেলওয়ে থানায় গেলে তারা অভিযোগ গ্রহণ করেনি। বরং আদমদীঘি থানায় ফেরত পাঠায়। আবারও আদমদীঘি থানায় গেলে যথারীতি অভিযোগ গ্রহণ করেনি।

মতিউর জানান, সন্ধ্যার দিকে তিনি বগুড়ার জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে যান। সেখানে এক রাত থেকে চিকিৎসা নিয়ে আজ (সোমবার) দুপুরে বাসায় ফেরেন। বর্তমানে মাথা ও বুকে প্রচণ্ড ব্যথা অনুভব করছেন।

মতিউর অভিযোগ করেন, সজীবের পরিবার এখনও (এই রিপোর্ট লেখার সময়) হুমকি দিয়ে যাচ্ছে এবং তিনি আতঙ্কের মধ্যে রয়েছেন। তার জীবননাশের চেষ্টার বিচার দাবি করেছেন মতিউর।

এ বিষয়ে সান্তাহার রেলওয়ে থানা পুলিশের পরিদর্শক হাবিবুর রহমান গণমাধ্যমকে জানান, আজ (সোমবার) সন্ধ্যা ৭টার দিকে মতিউর ও তার পরিবারের সদস্যরা আদমদীঘি উপজেলার দহরপুর গ্রামের সিরাজুল ইসলামের ছেলে মোহাম্মদ সুমনসহ অজ্ঞাত কয়েকজনের নামে অভিযোগ করেছেন। অভিযোগটি গ্রহণ করে মামলা হিসেবে নথিভূক্ত করা হয়েছে। আসামিদের গ্রেফতারের জন্য আদমদীঘি থানা পুলিশের সহায়তা চাওয়া হয়েছে।

খবরের প্রাথমিক সূত্র: ঢাকা পোস্ট।

মতিউর/এএমএম/কিউটি

আরও খবর পড়তে:  NRB365.com

আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: NRB365 News

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *