রায়পুরায় ভাইস চেয়ারম্যান প্রার্থীকে হত্যা, নির্বাচন স্থগিত

0
36

নিউজ ডেস্ক: আগামী ২৯ মে তৃতীয় ধাপে অনুষ্ঠিতব্য নরসিংদীর রায়পুরা উপজেলা পরিষদ নির্বাচন স্থগিত করেছে নির্বাচন কমিশন। নির্বাচনের পূর্বে ভাইস চেয়ারম্যান পদে বৈধ প্রার্থীকে পিটিয়ে হত্যা করার ঘটনায় সব পদের ভোটগ্রহণ স্থগিত করা হয়েছে।

বৃহস্পতিবার নির্বাচন পরিচালনার দায়িত্বে নিয়োজিত উপ-সচিব মোহাম্মদ আতিয়ার রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।

বুধবার দুপুরে নরসিংদীর রায়পুরা উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী সুমন মিয়া প্রচারণার জন্য রায়পুরা চরাঞ্চলে গণসংযোগে যাচ্ছিল। সুমনের গাড়িবহর চরাঞ্চলের পাড়াতলী ইউনিয়নের মিরেরকান্দি এলাকায় পৌঁছলে প্রতিদ্বন্দ্বী প্রার্থী আবিদ হাসান রুবেল ও তার সমর্থকদের মুখোমুখি হয়। ওই সময় আবিদ হাসান রুবেল ও তার সমর্থকরা সুমনের গাড়িবহরে হামলা চালায়। তারা সুমনের ওপর এলোপাতাড়ি গুলিবর্ষণ করে। তখন উভয় প্রার্থীর সমর্থকদের মাঝে সংঘর্ষ ও গুলাগুলি হয়। তখন প্রাণে বাঁচতে ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী সুমন তার গাড়ি থেকে নেমে পালানোর চেষ্টা চালায়।

এ সময় রুবেল সমর্থকরা সুমন মিয়াকে এলোপাতাড়ি পিটিয়ে রক্তাক্ত করে। প্রাণে বাঁচতে আহত অবস্থায় সুমন বাশঁগাড়ী পুলিশ ফাঁড়িতে আশ্রয় নেন। সেখান থেকে সন্ধ্যা ৬টায় পুলিশ তাকে রায়পুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ভাইস চেয়ারম্যান প্রার্থী মোহাম্মদ সুমন মিয়াকে পিটিয়ে হত্যার ঘটনায় জড়িত সন্দেহে ২ জনকে গ্রেফতার করেছে। বৃহস্পতিবার রায়পুরায় বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

তারা হলেন- প্রধান অভিযুক্ত চশমা প্রতীকের ভাইস চেয়ারম্যান প্রার্থী আবিদ হাসান রুবেলের মামাতো ভাই আলামিন ও মামা বাছেদ।

গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন রায়পুরা থানার ওসি সাফায়াত হোসেন পলাশ। তিনি বলেন, এ বিষয়ে পরিবারের পক্ষ থেকে এখনও থানায় কোনও অভিযোগ বা মামলা দেয়নি।

নরসিংদীর অতিরিক্ত পুলিশ সুপার অনির্বান চৌধুরী বলেন, গ্রেফতারকৃত দুইজনকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

এদিকে সুমনের মূল হত্যাকারীদের গ্রেফতারের দাবিতে বিক্ষোভ মিছিল করেছেন এলাকাবাসী।

উপজেলা নির্বাচন/এমএএম

আরও খবর পড়তে: artnewsbd.com

আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD

https://www.youtube.com/channel/UCC2oLwZJYHIEygcbPX3OsWQ