আন্তর্জাতিক ডেস্ক (লন্ডন): বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবসে যুক্তরাজ্যে কর্মরত বাংলা গণমাধ্যমকর্মীরা প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধন কর্মসূচি পালন করেছেন। বাংলাদেশে গণমাধ্যমের কণ্ঠরোধ ও সাংবাদিক হয়রানি বন্ধের দাবিতে এই কর্মসূচি পালিত হয়।
৩ মে শনিবার বিকেলে পূর্ব লন্ডনের আলতাব আলী পার্কের শহীদ মিনার প্রাঙ্গণে সমাবেশ ও মানববন্ধন কর্মসূচি পালিত হয়। এতে সভা প্রধান ছিলেন প্রবীণ সাংবাদিক মুক্তিযোদ্ধা আবু মূসা। সভা পরিচালনা করেন জুয়েল রাজ। অনুষ্ঠানে যুক্তরাজ্যে কর্মরত বাংলা গণমাধ্যমকর্মীদের পাশাপাশি মানবাধিকার কর্মীরা উপস্থিত ছিলেন।
সভায় বক্তব্য রাখেন মানবাধিকার কর্মী কাউন্সিলর পুষ্পিতা, আবদুল আহাদ চৌধুরী, সিনিয়র সাংবাদিক আবদুল কাদির চৌধুরী মুরাদ, অভিষেক শেখর জিকু, সুয়েজ মিয়া, জামাল খান, এ রহমান ওলী, জুবায়ের আহমদ, সৈয়দ এনাম, নুরুন্নবী আলী, সোহাগ যাদু, আহাদ চৌধুরী বাবু, নিশিথ সরকার মিটু ও মুন্না মিয়া।
গণমাধ্যম/এএমএম/টিটি
আরও খবর পড়তে: NRB365.com
আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: NRB365 News
Leave a Reply