আন্তর্জাতিক ডেস্ক: সাবেক মার্কিন প্রেসিডেন্ট জিমি কার্টারের স্ত্রী রোজালিন কার্টার মারা গেছেন। স্থানীয় সময় রোববার (১৯ নভেম্বর) বিকালে ৯৬ বছর বয়সি সাবেক এই ফার্স্ট লেডির মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে জিমি কার্টারের প্রতিষ্ঠান কার্টার সেন্টার।
ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি কার্টার সেন্টারের এক বিবৃতির বরাত দিয়ে জানায়, মৃত্যুর সময় রোজালিন তার পরিবারের সাথে ছিলেন। গত মে মাসে ডিমেনশিয়া রোগে আক্রান্ত হন তিনি। গত ফ্রেব্রুয়ারি থেকে জর্জিয়ার একটি সেবাদান কেন্দ্রে ৯৯ বছর বয়সি স্বামীর সাথে ছিলেন রোজালিন।
স্ত্রীর মৃত্যুর পর রোজালিন কার্টার সম্পর্কে জিমি কার্টার বলেন, আমি যা কিছু করেছি তাতে রোজালিন আমার সমান অংশীদার ছিলেন। যখন আমার প্রয়োজন ছিল তখন সে আমাকে নির্দেশনা ও উৎসাহ দিয়েছে। যতদিন রোজালিন পৃথিবীতে ছিল, আমি সবসময় জানতাম যে- কেউ আমাকে ভালবাসে এবং সমর্থন করে।
এর আগে গত জুলাই মাসে নিজেদের ৭৭তম বিবাহবার্ষিকী উদযাপন করেছিলেন জিমি কার্টার ও রোজালিন কার্টার। ২০১৯ সালে সবচেয়ে বেশি সময় ধরে বিবাহিত মার্কিন প্রেসিডেন্ট দম্পতি হওয়ার মাইলফলক স্পর্শ করেছিলেন তারা।
যুক্তরাষ্ট্র/এমএএম
আরও খবর পড়তে: artnewsbd.com
আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD