হোম কোয়ারেন্টাইনে থাকার কথা। কিন্তু নির্দেশনা না মেনে অনেকেই বাইরে ঘুরে বেড়াচ্ছেন। এমন পরিস্থিতি সামাল দিতে অভিনব পথ বের করেছে ভারতের কর্ণাটক রাজ্য সরকার। সরকারের নির্দেশ, কোয়ারেন্টাইনে থাকা মানুষদের প্রতি ঘন্টায় সেলফি তুলতে হবে। তারপর সেই ছবি পাঠাতে হবে রাজ্য সরকারের নির্দিষ্ট একটি সাইটে।
ভারতের দ্য ইকনোমিক টাইমস জানাচ্ছে, কর্ণাটকে করোনা ভাইরাসে ইতোমধ্যে ৮০ জন আক্রান্ত হয়েছেন। হোম কোয়ারেন্টাইনে নাগরিকদের থাকার কথা বলা হলেও অনেকে এই নির্দেশনা মানছে না। তারা বাড়িতে না থেকেও বলছে বাইরে ঘোরাঘুরি করছে না। নাগরিকদের এমন মিথ্যাচার ঠেকাতে সরকারের এমন পদক্ষেপ।
রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী ডাক্তার কে সুধাকর নির্দেশনা ঘোষণা করে বলেছেন, হোম কোয়ারেন্টাইনে থাকা ব্যক্তিদের নিজের সেলফোন দিয়ে সেলফি তুলে সরকারি সাইটে পোস্ট করতে হবে। এই নির্দেশনা যারা মানবেন না তাদের বাড়ি পৌঁছে যাবে রাজ্য সরকারের বিশেষ দল।
রাজ্য সরকারের ওই বিশেষ দলটি হোম কোয়ারেন্টাইনে থাকা ব্যক্তিকে নিয়ে আসবে বাড়ি থেকে। এরপর তার স্থান হবে সরকারের গণ কোয়ারেন্টাইন সেন্টারে।
সুধাকর বলেন, করোনা ভাইরাসের সংক্রমণ রোধে এই পদক্ষেপ নেয়া হয়েছে।