হত্যা মামলার আসামির গলাকাটা লাশ উদ্ধার

0
103

বিনোদন ডেস্ক: নেত্রকোনা শহরের রাজুরবাজার এলাকা থেকে সাফায়েত হোসেন নামে এক যুবকের গলাকাটা লাশ উদ্ধার করা হয়েছে।

রোববার সকাল সাড়ে ১০টার দিকে ওই এলাকার একটি রাইস মিলের পাশ থেকে লাশটি উদ্ধার করে পুলিশ।

নিহত সাফায়েত হোসেন নেত্রকোনা সদর পৌরসভার বালুয়াখালী এলাকার ওমর আলীর ছেলে। তিনি জেলা কৃষক লীগ সদস্য ও পৌর কমিটির সাবেক আহ্বায়ক একেএম মাসুদ ফারুক হত্যা মামলার ২ নম্বর আসামি ছিলেন।

এলাকার কয়েকজন বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা গেছে, রোববার সকালে স্থানীয় লোকজন সাফায়েত হোসেনের গলাকাটা রক্তাক্ত অবস্থায় লাশ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন। পরে পুলিশ লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নেত্রকোনা আধুনিক সদর হাসপতালের মর্গে পাঠায়।

নেত্রকোনা মডেল থানার ওসি খন্দকার শাকের আহম্মেদ গণমাধ্যমকে বলেন, ধারণা করা হচ্ছে- পূর্ব শত্রুতার জের ধরে সাফায়েত হোসেনকে গলা কেটে হত্যা করা হয়েছে। জড়িতদের গ্রেফতারে অভিযান চলছে।

ওসি জানান, সাফায়েত হোসেন কৃষক লীগ নেতা একেএম মাসুদ ফারুক হত্যা মামলার ২ নম্বর আসামি ছিলেন। পূর্ব বিরোধের জের ধরে গত ২০১৮ সালের ২৯ নভেম্বর মাসুদ ফারুকে দুর্বৃত্তরা কুপিয়ে হত্যা করে। ওই মামলার আসামি সাফায়েত বর্তমানে জামিনে ছিলেন।

মরদেহ উদ্ধার/এসকেএম

আরও খবর পড়তে: artnewsbd.com

আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD

https://www.youtube.com/channel/UCC2oLwZJYHIEygcbPX3OsWQ