হরতাল প্রতিরোধের ঘোষণা মেয়র তাপসের

0
147

নিউজ ডেস্ক: বিএনপির ডাকা হরতাল প্রতিহত করার ঘোষণা দিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র শেখ ফজলে নূর তাপস।

শনিবার বিকেলে তিনি এ ঘোষণা দেন।

এর আগে নয়াপল্টনে বিএনপির সমাবেশে পুলিশের হামলার প্রতিবাদে আগামীকাল সারা দেশে সকাল-সন্ধ্যা হরতাল ডেকেছে বিএনপি।

এ ঘোষণা আসার পর মেয়র তাপস বলেন, বিএনপি আগামীকাল হরতাল ডেকেছে। আমরা এ হরতাল মানি না। আমরা রাজপথে থেকে এ হরতাল প্রতিরোধ করবো।

মেয়র তাপস/এমএএম

আরও খবর পড়তে: artnewsbd.com

আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD

https://www.youtube.com/channel/UCC2oLwZJYHIEygcbPX3OsWQ