ইরানি হামলার ছবি প্রকাশ

0
1841

মার্কিন সামরিক বাহিনীর সদস্যদের বসবাসের স্থানে ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। কৃত্রিম উপগ্রহের ছবিতে দেখা গেছে ইরাকের আইন আল-আসাদ বিমান ঘাটিঁর সাতটি ভবন ধ্বংস ও ক্ষতিগ্রস্ত হয়েছে।

রয়টার্স জানাচ্ছে, বাণিজ্যিক উপগ্রহ প্রতিষ্ঠান ‘প্ল্যানেট ল্যাবস্’ দুইটি ছবি প্রকাশ করেছে যা তারা (রয়টার্স) পর্যালোচনা করছে। রয়টার্সের দাবি, ‘প্ল্যানেট ল্যাবস্’-এর প্রকাশিত ছবি দুইটি মার্কিন স্থাপনায় ইরানি ক্ষেপণাস্ত্র হামলায় সৃষ্ট ধ্বংসযজ্ঞের ছবি এগুলো। বুধবার ইরান এ হামলা চালায়। রয়টার্স পরীক্ষা করে দেখছে, এগুলো বুধবারের হামলার ছবি, নাকি গেল ২৫ ডিসেম্বর চালানো হামলার ছবি। এই দুই দিনে চালানো হামলার ছবি থেকে ক্ষয়ক্ষতির মাত্রাও পরীক্ষা করে দেখা হচ্ছে।

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার মন্টারিতে মিডলব্যুরি ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল স্টাডিজের গবেষক জেফরি ল্যুইস বলেছেন, ঘাটিঁর মার্কিন অংশে ইরান হামলা চালাতে চেয়েছে এবং তারা তা পেরেছে।

এদিকে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরাকে তাদের দুই ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলায় ক্ষয়ক্ষতির পরিমাণ খুব বেশি নয়। এতে যুক্তরাষ্ট্রের কোন নাগরিক নিহত বা আহত হননি। তবে তেহরানের বিরুদ্ধে শিগগিরই নতুন অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপের প্রস্তুতি নেয়ার ইঙ্গিত দেন মিস্টার ট্রাম্প।