করোনায় মৃত্যুর আগের রেকর্ডও ছাড়িয়ে গেল

মৃতের সংখ্যা ১৫ হাজার ছাড়ালো

0
357

৪ জুলাই ২০২১ (নিউজ ডেস্ক): করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘন্টায় এ যাবতকালের একদিনে সর্বোচ্চ সংখ্যক ১৫৩ জন মারা গেছেন। এ নিয়ে টানা আট দিনের মত শতাধিক মানুষের মৃত্যু হলো। এদের মধ্যে পুরুষ ৯৬ ও নারী ৫৭ জন। এ নিয়ে মৃতের সংখ্যা ১৫ হাজার ছাড়িয়েছে।

গতকালের চেয়ে আজ ১৯ জন বেশি মারা গেছেন। এখন পর্যন্ত দেশে করোনা অতিমারিতে ১৫ হাজার ৬৫ জন মানুষের প্রাণহানী ঘটেছে। ১ জুলাই সর্বোচ্চ রেকর্ড সংখ্যক ১৪৩ জন মারা যায়। গতকাল ১৩৪ জন মারা যান।

রবিবার স্বাস্থ্য অধিদফতর জানিয়েছেন, গত ২৪ ঘন্টায় ২৯ হাজার ৮৭৯ জনের নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে ৮ হাজার ৬৬১ জনের করোনা শনাক্ত হয়েছেন। গতকালের চেয়ে আজ ২ হাজার ৪৪৭ জন বেশি শনাক্ত হয়েছেন।

আরও খবর পড়ুন:

দেশে করোনায় সর্বোচ্চ শনাক্তের রেকর্ড

করোনায় মৃতের সংখ্যা ১৪ হাজার ছাড়ালো

দেশে এ পর্যন্ত ৯ লাখ ৪৪ হাজার ৯১৪ জনের দেহে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। দেশে গত ২৪ ঘন্টায় নমুনা পরীক্ষার বিবেচনায় শনাক্তের হার ২৮ দশমিক ৯৯ শতাংশ।

গত ২৪ ঘন্টায় হাসপাতাল এবং বাসায় মিলিয়ে সুস্থ হয়েছেন ৪ হাজার ৬৯৮ জন। গতকাল সুস্থ হয়েছিলেন ৪ হাজার ৫০৯ জন। দেশে এ পর্যন্ত সুস্থ হয়েছেন ৮ লাখ ৩৩ হাজার ৮৯৭ জন।

করোনা/টিটি/আরএম

http://artnewsbd.com