কাতার বিশ্বকাপে আরেক সাংবাদিকের মৃত্যু

0
128

আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রের সাংবাদিক গ্র্যান্ট ওয়াহলের মৃত্যুর ৪৮ ঘণ্টার মধ্যেই আরেক দুঃসংবাদ। কাতার বিশ্বকাপে মারা গেলেন আরেক সাংবাদিক। খালিদ আল মিসলাম নামের এই সাংবাদিকের দেশ কাতারে। ফটোসাংবাদিক মিসলাম কাতারি টেলিভিশন চ্যানেল ‘আল কাসের’-এর হয়ে কাজ করছিলেন। তার মৃত্যুর কারণ এখনও জানা যায়নি।

শুক্রবার আর্জেন্টিনা ও নেদারল্যান্ডসের ম্যাচ চলাকালীন আকস্মিক মৃত্যু হয় যুক্তরাষ্ট্রের ৪৮ বছর বয়সী সাংবাদিক গ্র্যান্ট ওয়াহলের। হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে ওয়াহলের মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। তিনি যুক্তরাষ্ট্রের সিয়াটলের স্পোর্টস ইলাস্ট্রেটেডের সাংবাদিক ছিলেন।

কাতারি পত্রিকা গালফ টাইমস ট্যুইট করে আল মিসলামের মৃত্যুর খবর জানিয়েছে। ট্যুইটে আল মিসলাম জানায়, সাংবাদিক আল মিসলাম বিশ্বকাপে পেশাগত দায়িত্ব পালনের সময় আকস্মিকভাবে মৃত্যুবরণ করেছেন। তার মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত।

এদিকে মিসলামের কর্মস্থল আল কাসের টিভি চ্যানেলও তার মৃত্যুর ব্যাপারে বিস্তারিত কিছু জানায়নি। তারা কেবল মিসলামের মৃত্যুর খবরটি দিয়েছে।

গ্যাস সংযোগ/এসকেএম

আরও খবর পড়তে: artnewsbd.com

আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD

https://www.youtube.com/channel/UCC2oLwZJYHIEygcbPX3OsWQ