চিলিতে শক্তিশালী ভুমিকম্প

0
451

২৪ জানুয়ারি ২০২১ (আন্তর্জাতিক ডেস্ক): চিলিতে ৭ দশমিক ১ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। শনিবার চিলির অ্যান্টার্কটিকা উপকূলে ভূমিকম্প অনুভূত হওয়ার পরপরই সুনামির সতর্ক সংকেত দেখানো হয়।

চিলির স্বরাষ্ট্রমন্ত্রী এক টুইটবার্তায় জানান, স্থানীয় সময় সকাল ৮টা ৩৬ মিনিটের দিকে ও’হিগগিনস চিলিয়ান বৈজ্ঞানিক ঘাঁটির ২১৬ কিলোমিটার উত্তর-পূর্বে ৭ দশমিক ১ মাত্রার ভূকম্পন অনুভূত হয়। সুনামির ঝুঁকি থাকায় অ্যান্টার্কটিকার উপকূলীয় অঞ্চলের বাসিন্দাদের সরিয়ে নেয়ার আহ্বান জানানো হয়।

পরে আরেক টুইটে নাগরিকদের ভুলবশত সুনামির বার্তা পাঠিয়ে সতর্ক করা হলেও তা প্রত্যাহার করে নেয়া হয়েছে।

টেকনিক্যাল ভুল অ্যাখা দিয়ে সাধারণ মানুষের কাছে এ নিয়ে ক্ষমাও চেয়েছেন চিলির স্বরাষ্ট্রমন্ত্রী।

শক্তিশালী ভূমিকম্পের আঘাতে দেশটির উপকূলীয় এলাকায় এখনও কোনও ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। প্রভাব পড়েনি অ্যান্টার্কটিকায় অবস্থিত সেনা ঘাঁটিতেও।

ভূমিকম্প/এসকেএম