ট্রাম্পের ট্যুইটার অ্যাকাউন্ট ফিরিয়ে দিলেন ইলন মাস্ক

0
127

আন্তর্জাতিক ডেস্ক: দীর্ঘ নিষেধাজ্ঞার পর ট্যুইটারে নিজের অ্যাকাউন্ট ফিরে পেয়েছেন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

ট্যুইটারের নতুন মালিক ইলন মাস্ক একটি জরিপ চালানোর পর ট্রাম্পের বিতর্কিত ট্যুইটার অ্যাকাউন্টটি শনিবার সচল করা হয়েছে। খবর: বিবিসি।

মূলত সাবেক এ মার্কিন প্রেসিডেন্ট হোয়াইট হাউসে যাওয়ার জন্য আবার প্রার্থিতা ঘোষণা করার কয়েক দিন পরই ওই জরিপে সংখ্যাগরিষ্ঠ ভোটাররা ট্রাম্পের ট্যুইটার অ্যাকাউন্ট খুলে দেয়ার এ পদক্ষেপকে সমর্থন করেন।

মার্কিন ধনকুবের ইলন মাস্ক তার অ্যাকাউন্টে ২৪ ঘণ্টার ট্যুইটার পোল শেষ হওয়ার পর পরই দেয়া এক ট্যুইটবার্তায় বলেন, লোকজন সমর্থন দিয়েছে। ট্রাম্পকে ট্যুইটারে পুনর্বহাল করা হবে।

প্রতিদিন ২৩৭ মিলিয়ন ব্যবহারকারী ট্যুইটার ব্যবহার করে থাকেন। এর মধ্যে ১৫ মিলিয়নেরও বেশি ব্যবহারকারী (ট্রাম্পের) বিতর্কিত অ্যাকাউন্ট পুনর্বহাল করা হবে কিনা তা নিয়ে ভোট দিয়েছেন।

জরিপে ৫১ দশমিক ৮ শতাংশ অ্যাকাউন্ট পুনঃস্থাপন করার পক্ষে এবং ৪৮ দশমিক ২ শতাংশ বিপক্ষে ভোট দিয়েছেন।

এর আগে ক্যাপিটল ভবনে হামলা ও সহিংসতা চালাতে সমর্থকদের উসকানি দেয়ার অভিযোগে গত বছরের জানুয়ারিতে জনপ্রিয় সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক ও ট্যুইটারে নিষিদ্ধ হন ট্রাম্প।

ট্যুইটার/এসকেএম

আরও খবর পড়তে: artnewsbd.com

আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD

https://www.youtube.com/channel/UCC2oLwZJYHIEygcbPX3OsWQ