বিচার হবে দ্রুত বিচার ট্রাইব্যুনালে

অভিযোগ শুনানি হবে ১৭ ফেব্রুয়ারি

0
1538
বাঁয়ে নিহত আবরারের ফাইল ছবি, মাঝে ফেসবুকে আবরারের পোস্ট এবং ডানে আবরার হত্যার অভিযোগে আটক কয়েকজনের ফাইল ছবি

আবরার হত্যা মামলায় বুয়েটের ২৫ ছাত্রের বিরুদ্ধে অভিযোগ শুনানির তারিখ নির্ধারিত হয়েছে। আগামী ১৭ ফেব্রুয়ারি শুনানির তারিখ নির্ধারণ করেছেন আদালত।

বৃহস্পতিবার ঢাকা মহানগর দায়রা জজ কে এম ইমরুল কায়েস এই তারিখ নির্ধারণ করেন। তিনি সিদ্ধান্ত জানান, বুয়েট ছাত্র আবরার হত্যা মামলার বিচার হবে দ্রুত বিচার ট্রাইব্যুনালে।

রাষ্ট্রপক্ষের প্রধান কৌসুলি মোশাররফ হোসেন জানান, মামলার অভিযোগ গঠনের শুনানির দিন ছিল আজ  বৃহস্পতিবার। আদালত জানিয়েছেন এ মামলার বিচার হবে দ্রুত বিচার ট্রাইব্যুনালে। তিনি আশা করছেন, দ্রুত বিচার ট্রাইব্যুনালে মামলাটি পাঠানোর বিষয়ে শিগগিরই গেজেট প্রকাশিত হবে।

এ মামলার ২৫ আসামির মধ্যে ২২ জন কারাগারে আছেন। তিন জন পলাতক। এরা প্রত্যেকেই বুয়েটের শিক্ষার্থী।

ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা শাখা গেল বছরের ১৩ নভেম্বর আদালতে অভিযোগপত্র জমা দেয়। এতে বলা হয়, আসামিরা পরস্পর যোগসাজশ ও সহায়তায় শিবির সন্দেহে আবরার ফাহাদকে পিটিয়ে হত্যা করে।

২০১৯ সালের ৬ অক্টোবর দিবাগত রাতে বুয়েটের শেরে বাংলা হলে আবরার ফাহাদকে পিটিয়ে হত্যা করে আওয়ামী লীগের সহযোগী ছাত্র সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের কয়েকজন নেতা-কর্মী।