যুক্তরাষ্ট্রে নতুন ধরনের করোনা শনাক্ত

0
408

৩০ ডিসেম্বর ২০২০ (আন্তর্জাতিক ডেস্ক): যুক্তরাষ্ট্রে করোনার নতুন ধরনের রোগী পাওয়া গেছে। কলোরাডো অঙ্গরাজ্যে এক যুবককে নতুন ধরনের করোনার প্রথম আক্রান্ত হিসেবে শনাক্ত করা হয়।

কলোরাডো রাজ্যের গভর্নর কার্যালয় থেকে মঙ্গলবার বিকেলে এ তথ্য জানানো হয়েছে। 

২০ বছর বয়সী ওই যুবক আইসোলেশনে রয়েছেন বর্তমানে। সাম্প্রতিক সময়ে ওই যুবক কোথাও ভ্রমণ না করলেও যুক্তরাজ্যে শনাক্ত উচ্চ সংক্রমিত করোনার ধরন কিভাবে তাকে সংক্রমিত করল তা নিয়ে বিশ্লেষণ করছেন স্বাস্থ্য কর্মকর্তারা।

তারা বলেছেন, করোনার নতুন ধরনে সংক্রমিত রোগীর সান্নিধ্যে কারা কারা এসেছিলেন, তাদের শনাক্তে তারা কাজ করছেন। এছাড়া আরও কেউ এই ভাইরাসে সংক্রমিত হয়েছেন কি না, তা যাচাই করে দেখছেন।

এদিকে স্বাস্থ্য বিশেষজ্ঞদের পরামর্শ উপেক্ষা করেই বড়দিনের ছুটিতে ভ্রমণ অব্যাহত রেখেছেন অনেকেই।

ক্যালিফোর্নিয়ার গভর্নর গেভিন নিউসম জানিয়েছেন, তিন ধাপে টিকা প্রদান কার্যক্রম চালানো হচ্ছে। তবে টিকা প্রদান প্রক্রিয়ার ধীর গতি নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন দেশটির নাগরিকরা। স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, সংক্রমণ নিয়ন্ত্রণ করা না গেলে সামনে অবস্থা আরও ভয়াবহ আকার ধারণ করবে৷

যুক্তরাষ্ট্র/এসকেএম